CPI Maoist

১৪ বছরে মাওবাদী নাশকতা ৮১ শতাংশ কমেছে, লোকসভায় পরিসংখ্যান দিল স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৩ সালে ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ ছিল ১২৬টি জেলা। ২০২৫ সালের এপ্রিলে তা নেমে এসেছে ১৮টিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২১:৫৮
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

গত দেড় দশকে দেশে মাওবাদী নাশকতার ঘটনা ৮১ শতাংশ কমেছে। মাওবাদী হামলায় নিরাপত্তাকর্মী এবং অসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনা হ্রাস পেয়েছে ৮৫ শতাংশ। মঙ্গলবার লোকসভায় ২০১০-২৪ সালের তথ্য-পরিসংখ্যান দিয়ে এ কথা জানাল কেন্দ্র।

Advertisement

এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০১৩ সালে ভারতে ‘মাওবাদী উপদ্রুত’ ছিল ১২৬টি জেলা। ২০২৫ সালের এপ্রিলে তা নেমে এসেছে ১৮টি জেলায়। রেড করিডোর (মাওবাদী মুক্তাঞ্চল) নামে পরিচিত এলাকা ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। ২০১৫ সালে নরেন্দ্র মোদী সরকার নকশালপন্থী জঙ্গিদের রুখতে যে পরিকল্পনা তৈরি করেছিল, তা ঠিক ভাবে রূপায়ণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, ওড়িশার মতো মাওবাদী উপদ্রুত রাজ্যগুলিতে নকশালপন্থী জঙ্গিদের আত্মসমর্পণের জন্য যে ‘পুনর্বাসন প্যাকেজ’ ঘোষণা করা হয়েছে, তাতে ফল মিলতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ ‘মাওবাদী মুক্ত’ হবে। প্রসঙ্গত, ২০১৬ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশের ১০টি রাজ্যের মোট ১০৬টি জেলা ‘মাওবাদী প্রভাবিত’ বলে চিহ্নিত করেছিল। তার মধ্যে সাতটি রাজ্যের ৩৫টি জেলা ‘অতি প্রভাবিত’ হিসাবে চিহ্নিত করেছিল। গত বছরের একটি রিপোর্টে জানানো হয়েছিল, দেশের ৩৮টি জেলায় এখনও সক্রিয় মাওবাদীরা। তার মধ্যে ছ’টি জেলা ‘অতি প্রভাবিত’। সেই সংখ্যা আরও কমেছে বলে মঙ্গলবার জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement