Witchcraft

ডাইনি অপবাদে উত্তরপ্রদেশে মহিলাকে পিটিয়ে খুন করলেন গ্রামবাসীরা! মারধর করা হল তাঁর স্বামীকেও

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় তাদের কাছে খবর আসে গ্রামবাসীদের কয়েক জন ছর সাতান্নের বাবুলাল কাঁওয়ারের বাড়িতে চড়াও হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২
Share:

প্রতীকী ছবি।

ডাইনি অপবাদে উত্তরপ্রদেশের সোনভদ্রে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মারধর করা হল তাঁর স্বামীকেও। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ওবরা থানায় পারসোয়ি গ্রামে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় তাদের কাছে খবর আসে গ্রামবাসীদের কয়েক জন ছর সাতান্নের বাবুলাল কাঁওয়ারের বাড়িতে চড়াও হন। বাবুলাল এবং তাঁর স্ত্রী রাজবন্তীকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে বার করে নিয়ে আসেন। তার পর শুরু হয় মারধর। এক গ্রামবাসী গুলাবের নেতৃত্বেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। রটিয়ে দেওয়া হয়, বাবুলাল এবং তাঁর স্ত্রীর জন্যই গ্রামে নানা রকম অসুখবিসুখ এবং অশান্তি হচ্ছে। ওঁরা ‘তুকতাক’ করেন। কালাজাদু করেন।

পুলিশ জানতে পেরেছে, এই ধরনের কথা বলে গ্রামবাসীদের উস্কেছিলেন গুলাব। আর তার পরই গ্রামবাসীদের কয়েক জন বাবুলাল এবং তাঁর স্ত্রীর উপর হামলা চালান। বাবুলাল এবং তাঁর স্ত্রী রাজবন্তীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজবন্তীর। আধমরা অবস্থায় উদ্ধার করা হয় বাবুলালকে।

Advertisement

এই ঘটনার পর গ্রামে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে মূল অভিযুক্ত গুলাবকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement