ডিজিটাল লেনদেন নিয়ে সর্বসাধারণের মধ্যে প্রচার বাড়াতে জাতীয় স্তরে ১৪৪৪৪ নম্বরের একটি হেল্পলাইন চালু করা হবে। ন্যাসকম-এর প্রধান আর চন্দ্রশেখর রবিবার বলেন, কাজ অনেকটাই এগিয়েছে। গত শুক্রবার থেকে কেন্দ্রীয় সরকার দূরদর্শনে ডিজিশালা এবং ইন্টারনেটে ক্যাশলেসইন্ডিয়া বলে ওয়েবসাইটের মাধ্যমেও প্রচার চালাতে শুরু করেছে। তার সঙ্গেই যুক্ত হবে টোল ফ্রি হেল্পলাইন।