Nitin Gadkari

আচমকা অসুস্থ, প্রকাশ্য মঞ্চেই জ্ঞান হারালেন নিতিন গডকড়ী

ভিডিয়ো ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীত চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন তিনি। কিছুক্ষণ পরই জ্ঞান হারান গড়কড়ী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮ ১৬:১৪
Share:

মঞ্চেই জ্ঞান হারালেন নিতিন গড়কড়ী। ছবি: সংগৃহীত।

মহারাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন মঞ্চেই জ্ঞান হারালেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী নিতিন গডকড়ী। তবে এখন সুস্থ বলে নিজেই সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন এই প্রবীন বিজেপি নেতা।

Advertisement

শুক্রবার মহারাষ্ট্র্রের রাহুরিতে মহাত্মা ফুলে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে তখন চলছিল জাতীয় সঙ্গীত। বাকি সকলের সঙ্গে উঠে দাঁড়িয়েছিলেন গডকড়ীও।

ভিডিয়ো ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জাতীয় সঙ্গীত চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন তিনি। কিছুক্ষণ পরই জ্ঞান হারান গড়কড়ী। যদিও ঘটনাস্থলে উপস্থিত মহারাষ্ট্রের রাজ্যপাল সি ভি রাও এবং অন্যান্যরা মাটিতে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলেন তাঁকে।

Advertisement

আরও পড়ুন: বুলন্দশহর কাণ্ডে মূল অভিযুক্ত জওয়ান? ভিডিয়ো ফুটেজে চাঞ্চল্য

কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে নিতিন গডকড়ীর। উপস্থিত চিকিৎসকেরা তখনই পরীক্ষা করে দেখেন তাঁকে। ভারতীয় জনতা পার্টির তরফে জানানো হয় সুস্থ আছেন তিনি।

আরও পড়ুন: ইন্টারনেট থেকে পর্ন ভিডিয়ো সরাতে কেন্দ্রের পাশে গুগল, মাইক্রোসফট, ফেসবুক

পরে গডকড়ী নিজেও টুইট করে তাঁর সুস্থতার খবর জানান। অতিরিক্ত গরম এবং রক্তচাপ কম থাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement