National News

শিলচরে হেনস্থা নিয়ে শুক্রবার লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে পারে তৃণমূল

বৃহস্পতিবার লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘অসম তো আর দেশের বাইরে নয়। সে ক্ষেত্রে অসম সরকার কী ভাবে সাংসদদের রাজ্যে ঢুকতে বাধা দেয়? কাল (শুক্রবার) অসম সরকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনব লোকসভায়।’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ১৯:১৩
Share:

-ফাইল চিত্র।

৬ সাংসদ, বিধায়ক ও মন্ত্রী-সহ শিলচরে দলের ৮ নেতার হেনস্থা হওয়ার প্রতিবাদে, আগামী কাল, শুক্রবার লোকসভায় স্বাধিকার ভঙ্গের (প্রিভিলেজ) প্রস্তাব আনতে পারে তৃণমূল

Advertisement

বৃহস্পতিবার লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘অসম তো আর দেশের বাইরে নয়। সে ক্ষেত্রে অসম সরকার কী ভাবে সাংসদদের রাজ্যে ঢুকতে বাধা দেয়? কাল (শুক্রবার) অসম সরকারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনব লোকসভায়।’’

ও দিকে, শিলচরের ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অসম পুলিশের তরফে জানানো হয়েছে, সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ৪টি ধারায় ৩টি এফআইআর দায়ের হয়েছে।

Advertisement

খসড়া জাতীয় নাগরিকপঞ্জি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার ঘটনা নিয়ে এ সপ্তাহের প্রথম থেকেই সংসদের ভেতর ও বাইরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছে তৃণমূল।

আরও পড়ুন- ‘সুপার ইমার্জেন্সি চলছে’, ফুঁসে উঠলেন মমতা, দিলীপ বললেন ‘পাওনাই ছিল’​

আরও পড়ুন- অশান্তিতে ব্যবস্থা, ‘হুমকি’ তৃণমূলকে​

ওই নাগরিকপঞ্জি নিয়ে বিক্ষোভ দেখাতে এ দিন দলের ৬ সাংসদ, ১ বিধায়ক এবং ১ মন্ত্রীকে নিয়ে শিলচরে পৌঁছয় তৃণমূলের ৮ সদস্যের এক প্রতিনিধিদল। কিন্তু শিলচর বিমানবন্দরেই তাঁদের চরম হেনস্থা হতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন