Advertisement
E-Paper

অশান্তিতে ব্যবস্থা, ‘হুমকি’ তৃণমূলকে

আগামী কাল প্রথমে শিলচরে আসবেন তৃণমূলের প্রতিনিধি দল। শুক্রবার যাবেন গুয়াহাটি। তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ জানান, শিলচরে তাঁরা স্থানীয় সংগঠনগুলির সঙ্গে কথা বলবেন। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মত-বিনিময়ের জন্য শিলচরের নাগরিক সুরক্ষা মঞ্চ রাজীব ভবনে বিকেলে এক সভার আয়োজন করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৮ ০৫:২৯
নাগরিকপঞ্জি প্রকাশের পর গুয়াহাটিতে বিক্ষোভ। ছবি: এএফপি

নাগরিকপঞ্জি প্রকাশের পর গুয়াহাটিতে বিক্ষোভ। ছবি: এএফপি

তৃণমূল প্রতিনিধিদের অসম সফরে কোনও আপত্তি নেই অসমের বিজেপি সরকারের। কিন্তু রাজনৈতিক স্বার্থে এ রাজ্যের পরিস্থিতি অশান্ত করার কোনও রকম চেষ্টা করলে সরকার পদক্ষেপ করতে বাধ্য হবে। আজ স্পষ্ট করেই এ কথা জানিয়ে দিলেন সরকারি মুখপাত্র তথা শিল্পমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন ও করে চলেছেন, তা সুপ্রিম কোর্টের অবমাননার শামিল। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে ও তদারকিতে এনআরসি-র কাজ চলছে।

আগামী কাল প্রথমে শিলচরে আসবেন তৃণমূলের প্রতিনিধি দল। শুক্রবার যাবেন গুয়াহাটি। তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ জানান, শিলচরে তাঁরা স্থানীয় সংগঠনগুলির সঙ্গে কথা বলবেন। তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে মত-বিনিময়ের জন্য শিলচরের নাগরিক সুরক্ষা মঞ্চ রাজীব ভবনে বিকেলে এক সভার আয়োজন করেছে। শিলচরের বিজেপি নেতা তথা অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তৃণমূল সাংসদদের ‘কটাক্ষ’ করেছেন, তাঁরা যেন অসমে আসার সময় এনআরসি-র যাচাই নথিগুলি সঙ্গে নিয়ে আসেন! উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পাঠানো লক্ষাধিক ফর্ম এখনও পরীক্ষা করে ফেরত পাঠায়নি মমতা সরকার। পাটোয়ারির মতো তিনিও তৃণমূল সাংসদদের সতর্ক করেছেন, সভা-সমিতি তাঁরা করতেই পারেন। কিন্তু উস্কানিমূলক বক্তব্য রাখলে আইনি পদক্ষেপ করা হবে। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।

অসম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করায় ও সুপ্রিম কোর্ট অবমাননার
অভিযোগে লখিমপুর সদর থানায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে অসম জাতীয়তাবাদী যুব পরিষদ। গত কাল বরপেটায় বিজেপি যুব মোর্চা একই অভিযোগে এফআইআর করেছিল। গত রাতেই শেষ পর্যন্ত তা প্রত্যাহার করা হলেও আজ আর একটি অভিযোগ হল।

Assam NRC BJP TMC Warning Representative
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy