Ayodhya

ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে অযোধ্যার আকাশে দেখা যাবে ‘রামলীলা’, ১১০০টি ড্রোন ফুটিয়ে তুলবে রামায়ণের কথা

সরযূ নদীর ধারের ৫৬টি ঘাটে (রাম কি পাড়ি) আয়োজন করা হবে প্রদীপ প্রজ্বলনের। উল্লেখ্য, দীপাবলি উপলক্ষে দু’দিন প্রদর্শনীর ব্যবস্থা থাকলেও মূল প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৯ তারিখেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৩:১৭
Share:

আলোর মাধ্যমে ফুটে উঠবে ‘ত্রেতা যুগ থকে নব অযোধ্যা’ থিম। ছবি: পিটিআই।

অযোধ্যার এ বারের ‘দীপোৎসব’ যেন ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন। রামায়ণের বিভিন্ন কাহিনী আকাশে ফুটিয়ে তুলবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এগারশোটি ড্রোন। পাশাপাশি আয়োজন করা হয়েছে ২৬ লক্ষেরও বেশি মাটির প্রদীপ প্রজ্বলনের।

Advertisement

উত্তর প্রদেশের পর্যটন দফতর সূত্রে খবর, আগামী ১৮ ও ১৯ অক্টোবর বিশেষ ড্রোন ও হলোগ্রাফিক লেজ়ার শো প্রদর্শিত হবে। সরযূ নদীর ধারের ৫৬টি ঘাটে (রাম কি পাড়ি) আয়োজন করা হবে প্রদীপ প্রজ্বলনের। উল্লেখ্য, দীপাবলি উপলক্ষে দু’দিন প্রদর্শনীর ব্যবস্থা থাকলেও মূল প্রদর্শনী অনুষ্ঠিত হবে ১৯ তারিখেই।

আকাশে ঘুরে বেড়ানো ড্রোনের মাধ্যমে ফুটে উঠবে রাম, মৃতসঞ্জীবনী গাছ আনতে গিয়ে হনুমানজির পর্বত উত্তোলন, রাম সেতু ও রাম মন্দির-সহ একাধিক চিত্র। থাকছে বিশেষ আবহের ব্যবস্থাও। আলোর মাধ্যমে ফুটে উঠবে ‘ত্রেতা যুগ থকে নব অযোধ্যা’ থিম।

Advertisement

উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি দফতরের মন্ত্রী জানাচ্ছেন, দর্শক-শ্রোতা ও ভক্তদের জন্য আয়োজিত এই মনোমুগ্ধকর ব্যবস্থা এতটাই নিখুঁত হবে যেন তা ‘বাস্তব’। তিনি বলেন, ‘‘ বিশ্বাস-ঐতিহ্য ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়েছে দফতর।’’।

উল্লেখ্য, গত বছরে পাঁচশোটি ড্রোনের মাধ্যমে বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সেই ‘আড়ম্বর’ আরও বাড়াতে এ বারে ড্রোনের সংখ্যা এগারশো। এ বারের ‘দিওয়ালি’তে সরকারি উদ্যোগে প্রদর্শিত হবে ‘ভগবান রামের আদর্শ ও উত্তরাধিকার’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement