হ্যালো, আমি আইএসআই

ভদ্রমহিলার অবস্থা তখন বজ্রাহত বললেও কম বলা হয়! দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্য নেমেছে এয়ার ইন্ডিয়ার উড়ান। দুবাই থেকে ওই বিমানেই এসেছে লোকটা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:২৬
Share:

ভদ্রমহিলার অবস্থা তখন বজ্রাহত বললেও কম বলা হয়! দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে সদ্য নেমেছে এয়ার ইন্ডিয়ার উড়ান। দুবাই থেকে ওই বিমানেই এসেছে লোকটা। হাতে পাকিস্তানি পাসপোর্ট। আর নেমেই সটান বিমানবন্দরের হেল্প ডেস্কে এসে ওই মহিলা কর্মীকে বলেছে, ‘‘হ্যালো, আমি এক জন আইএসআই এজেন্ট। কিন্তু আর ওই কাজ করতে চাই না। ভারতেই থাকতে চাই!’’ শুধু তা-ই নয়, আইএসআই নিয়ে কিছু তথ্যও দিতে চাইছে লোকটা!

Advertisement

আরও পড়ুন: ‘আজাদি’ চাইলে কথা নয়

ধাক্কাটা দ্রুত সামলে নিয়ে নিরাপত্তাকর্মীদের খবর দিলেন মহিলা। খবর গেল কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছেও। জিজ্ঞাসাবাদের জন্য তখনই আটক করা হল মহম্মদ আহমদ শেখ মহম্মদ রফিক নামে ওই পাক নাগরিককে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩৮ বছরের রফিকের দুবাই থেকে দিল্লি হয়ে কাঠমান্ডুর টিকিট কাটা ছিল। কিন্তু আজ দুপুরে দিল্লিতে নামার পরেই মত পাল্টে সে ঠিক করে, নিজের আসল পরিচয় প্রকাশ করে দেবে। ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে রফিক।

Advertisement

আপাতত গোপন কোনও জায়গায় নিয়ে গিয়ে রফিককে জেরা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। দেখা হচ্ছে, তার দাবি সত্যি কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement