infiltration

পঞ্জাবে আটক পাকিস্তানি নাগরিক, সীমান্ত চৌকির কাছে লুকিয়ে ছিলেন ঝোপে! খুঁজে বার করে বিএসএফ

ধৃতের থেকে একটি পাকিস্তানি পরিচয়পত্র এবং ৪০ পাকিস্তানি টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গুজরানওয়ালা শহরের বাসিন্দা তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৭:৫৪
Share:

পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপড়েন বৃদ্ধি পেয়েছে। এই আবহে পঞ্জাবের গুরদাসপুরে ধৃত এক পাকিস্তানি নাগরিক। তাঁর কাছে পাকিস্তানের পরিচয়পত্রও মিলেছে। ধৃতের নাম হুসনাইন। বর্তমানে পঞ্জাব পুলিশের হেফাজতে রয়েছেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩-৪ মে রাতে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে গুরদাসপুরে প্রবেশের সময় আটক হন হুসনাইন। দরিয়া মনসুর সীমান্ত চৌকির কাছে একটি ঝোপে তাঁকে দেখতে পান সীমান্তরক্ষীরা। তাঁর থেকে একটি পাকিস্তানি পরিচয়পত্র এবং ৪০ পাকিস্তানি টাকাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গুজরানওয়ালা শহরের বাসিন্দা তিনি।

গত শনিবার রাজস্থানে আটক হন পাকিস্তানি রেঞ্জার। তার আগে পহেলগাঁও কাণ্ডের পর গত ২৩ এপ্রিল পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে ডিউটি করার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পূর্ণমকুমার সাউ। ভুল করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় সে দেশের রেঞ্জার্সের হাতে পূর্ণম বন্দি হন। তাঁকে ছাড়ার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকও হয়। যদিও তার পরেও পূর্ণমকে ছাড়া হয়নি। এর মধ্যেই গত শনিবার আটক হন পাকিস্তানি রেঞ্জার। এ বার গুরদাসপুরে আটক হলেন এক পাকিস্তানি নাগরিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement