Drug Smuglling

কমিকস বইয়ের ভিতরে লুকিয়ে পাচার ৪০ কোটি টাকার কোকেন! বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ধৃত এক যাত্রী

ডিআরআই সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দোহা থেকে বেঙ্গালুরুতে আসেন ওই যাত্রী। তাঁর কাছে থেকে প্রায় সাড়ে চার কেজি কোকেন উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:৪৩
Share:

কমিকস বইয়ের ভিতরেই লুকিয়ে রাখা ছিল ৪০ কোটির মাদক। ছবি: সংগৃহীত।

যাত্রী সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করা হচ্ছিল। তখনই নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে যাত্রীর ব্যাগে কমিকসের দু’টি বই রয়েছে। বই দু’টি যথেষ্ট মোটা এবং ভারীও। সহজে ধরা পড়বে না যে ওর ভিতরেই লুকিয়ে রাখা আছে কোটি কোটি টাকার মাদক। কিন্তু নিরাপত্তারক্ষীদের চোখকে ফাঁকি দেওয়াও সম্ভব নয়। কমিকস বুক খুলতেই স্তম্ভিত হয়ে যান তাঁরা। দেখেন বইয়ের ভিতরে খুব সুন্দর ভাবে এবং থরে থরে সাজিয়ে রাখা ছোট ছোট বেশ কয়েকটি প্যাকেট। তার পরই ওই যাত্রীকে আটক করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর আধিকারিকেরা।

Advertisement

ডিআরআই সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দোহা থেকে বেঙ্গালুরুতে আসেন ওই যাত্রী। তাঁর কাছে থেকে প্রায় সাড়ে চার কেজি কোকেন উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারদল ৪০ কোটি টাকা। ওই ব্যক্তিকে পরে মাদক নিয়ন্ত্রক আইনে গ্রেফতার করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যাত্রী এই বিপুল টাকার মাদক কোথায় পাচার করছিলেন, তা জানার চেষ্টা চলছে। ধৃত যাত্রীকে জেরা করে মাদকপাচার চক্রের হদিস পেতে চাইছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরের বিমানে বেঙ্গালুরুতে নামেন ওই যাত্রী। ব্যাগ পরীক্ষার সময়েই মাদক-সহ ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement