Mann Ki Baat

শুভাংশুর সাফল্যে মহাকাশ নিয়ে উৎসাহ বেড়েছে দেশে, ‘মন কি বাত’-এ বললেন মোদী, বক্তৃতায় এল আর কী কী বিষয়

স্বাধীনতা দিবসের আগে এটিই মোদীর শেষ ‘মন কি বাত’। তাই তাঁর বক্তৃতায় ছিল দেশের স্বাধীনতার প্রসঙ্গ। তিনি অগস্ট মাসকে ‘বিপ্লবের মাস’ বলে অভিহিত করেন। বলেন, “১৫ অগস্ট আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করিয়ে দেয়।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৬:২৭
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

শুভাংশু শুক্লের সাফল্যে মহাকাশ নিয়ে উৎসাহ এবং আগ্রহ বেড়েছে দেশে। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “শুভাংশু শুক্ল মহাকাশ থেকে ফেরার পরে এই বিষয়ে বহু আলোচনা চলছে। শুভাংশু নির্বিঘ্নে পৃথিবীতে পা রাখার পরেই প্রতিটি হৃদয়ে আনন্দের ছোঁয়া দেখা গিয়েছে। গোটা দেশ আজ গর্বিত।” তার পরেই পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “পাঁচ বছর আগে মহাকাশ ক্ষেত্রে ৫০টিরও কম স্টার্টআপ ছিল। আর আজ ২০০-র বেশি স্টার্টআপ রয়েছে মহাকাশ ক্ষেত্রে।”

Advertisement

স্বাধীনতা দিবসের আগে এটিই মোদীর শেষ ‘মন কি বাত’। তাই তাঁর বক্তৃতায় ছিল দেশের স্বাধীনতার প্রসঙ্গও। তিনি অগস্ট মাসকে ‘বিপ্লবের মাস’ বলে অভিহিত করেন। বলেন, “১৫ অগস্ট আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কথা মনে করিয়ে দেয়।” এই প্রসঙ্গে ক্ষুদিরাম বসুর প্রসঙ্গ উল্লেখ করে মোদী বলেন, “১৯০৮ সালে মুজফ্‌ফরপুরে এক যুবককে ফাঁসিকাঠে ঝোলানো হয়। কিন্তু তিনি ভীত ছিলেন না। তাঁর মুখে ছিল পূর্ণ আত্মবিশ্বাস। তিনি হলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছর বয়সে তিনি গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিলেন।” মোদীর বক্তৃতায় উঠে আসে স্বদেশি আন্দোলনের প্রসঙ্গও। সেই সূত্রেই দেশে হস্তশিল্পের উন্নতির কথা বলেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ জুন স্পেসএক্সের ‘ড্রাগন’ মহাকাশযানে চড়ে আইএসএস-এর উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু। সঙ্গে ছিলেন অ্যাক্সিয়ম-৪-এর ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। ১৮ দিন মহাকাশে কাটানোর পর গত ১৫ জুলাই আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে নামেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement