Narendra Modi

PM Narendra Modi: গণতন্ত্রের কাছে হেরেছে স্বৈরতন্ত্র! জরুরি অবস্থা প্রসঙ্গে ‘মন কি বাতে’ অকপট মোদী

‘মন কি বাত’ অনুষ্ঠানে জরুরি অবস্থা প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশবাসী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জুন ২০২২ ১২:২৪
Share:

ফাইল চিত্র।

জরুরি অবস্থার বর্ষপূর্তির আবহে ৪৭ বছর আগের ‘অন্ধকারময়’ দিনগুলোর কথা ‘মন কি বাত’-এ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী ৯০তম রেডিও বার্তায় বললেন, ‘‘অতীতের সেই সব দিন ভোলা যায় না।’’

Advertisement

১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। এই প্রসঙ্গে রবিবার মোদী বলেন, ‘‘গণতন্ত্রকে পিষে দেওয়ার চেষ্টা হয়েছিল। দেশের মানুষ জরুরি অবস্থাকে দূরে সরিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। গণতন্ত্রের কাছে স্বৈরতন্ত্র হেরেছিল।’’

Advertisement

জরুরি অবস্থার কথা বলতে গিয়ে কিশোর কুমারের প্রসঙ্গও টেনেছেন মোদী। তিনি বলেছেন, ‘‘আমার মনে আছে, বিখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর কুমারকে নিষিদ্ধ করা হয়েছিল। রেডিওতে ওঁকে অনুমতি দেওয়া হয়নি। শ’য়ে শ’য়ে মানুষকে গ্রেফতার করা হয়েছিল। অত্যাচার করা হয়েছিল। তবুও গণতন্ত্রকে নড়িয়ে দেওয়া যায়নি।’’ উল্লেখ্য, অতীতেও জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেসকে নাম না করে নিশানা করতে দেখা গিয়েছিল মোদীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন