—প্রতীকী চিত্র।
ঝাড়খণ্ডের ধানবাদের ভূ-গর্ভস্থ খনি থেকে ‘বিষাক্ত’ গ্যাস নির্গত হওয়ার ফলে এক জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। অসুস্থ অনেকে। ভারত কোকিং কোল লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, গ্যাসের কবল থেকে স্থানীয়দের রক্ষা করতে প্রায় এক হাজার জনকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার কেন্দুয়াডিহি বস্তির কাছাকাছি বিভিন্ন খনি থেকে ‘কার্বন মনোক্সাইড’ গ্যাস নির্গত হয়েছে। এর ফলে অসুস্থ অন্তত পক্ষে ১২ জন। মনে করা হচ্ছে গ্যাসের কারণেই এক মহিলার মৃত্যু হয়েছে। তবে ভারত কোকিং কোল লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানাচ্ছেন, ঠিক কী ভাবে মহিলার মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নিশ্চিত হওয়া যাবে। তাঁদের দাবি, ভূ-গর্ভস্থ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে ওই জায়গাটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বিপজ্জনক অঞ্চল থেকে স্থানীয়দের সরানো শুরু হয়েছে। এমনকি, স্থানীয়দের বাড়িতে নোটিস দিয়েও দ্রুত এলাকা ছাড়ার জন্য বলা হয়েছে। সংস্থা সূত্রে খবর, বস্তি অঞ্চলে তিনটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। বাসিন্দাদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। আরও দাবি, গ্যাস যে সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসছিল সেই জায়গাগুলি ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার গ্যাস নির্গমণের খবর প্রকাশ্যে আসে। স্থানীয়দের অনেকে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্টের মত উপসর্গ নিয়ে অসুস্থ বোধ করতে থাকেন। তারপরেই ওঠে এক মহিলার মৃত্যুর অভিযোগ।