Surat Model Murder

মডেলের মৃত্যুতে গ্রেফতার লিভ ইন সঙ্গী! লিখে গেলেন আত্মহত্যার কারণ, মৃতার ব্যাগ থেকে উদ্ধার চিঠি

গত ২ মে সুরতে ফ্ল্যাট থেকে সুখপ্রীতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। আত্মহত্যা না কি খুন, তা নিয়েও তদন্ত চালাচ্ছিল পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭
Share:

মডেল সুখপ্রীত কউর। ছবি: সংগৃহীত।

গুজরাতের সুরতের মডেল সুখপ্রীত কউরের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, তাঁর ব্যাগ থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। সেই চিঠিতেই মৃত্যুর কারণ লিখে গিয়েছেন সুখপ্রীত। অভিযোগ করেছেন তাঁর লিভ ইন সঙ্গী মহেন্দ্র রাজপুতের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই মহেন্দ্রকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পেশায় ফোটোগ্রাফার মহেন্দ্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সুখপ্রীতের ব্যাগ থেকে যে চিঠি উদ্ধার হয়েছে, সেখানে মডেল তাঁর লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। শুধু তা-ই নয়, তাঁদের ব্যক্তিগত এবং গোপন ছবি ফাঁস করে দেবেন বলে সুখপ্রীতকে হুমকিও দিতেন। তাঁকে বন্দি বানিয়ে রেখেছিলেন। এমনকি নানা ভাবে হেনস্থাও করতেন। কখনও কখনও খুনের হুমকিও দিতেন বলে ওই চিঠিতে সুখপ্রীত উল্লেখ করে গিয়েছেন।

প্রসঙ্গত, গত ২ মে সুরাতে ফ্ল্যাট থেকে সুখপ্রীতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। আত্মহত্যা না কি খুন, তা নিয়েও তদন্ত চালাচ্ছিল পুলিশ। মধ্যপ্রদেশের শিবপুরীর বাসিন্দা সুখপ্রীত এক বছর আগে সুরতে আসেন। পেশায় তিনি একজন মডেল ছিলেন। কর্মসূত্রে সুখপ্রীতের পরিচয় হয় সুরতের দিন্দোলির বাসিন্দা মহেন্দ্রর সঙ্গে। তাঁদের মধ্যে লিভ ইন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরায় আলাদা ভাবে থাকতে শুরু করেছিলেন সুখপ্রীত।

Advertisement

মডেলের মৃত্যুর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন মহেন্দ্র। বুধবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সুখপ্রীতের ব্যাগ পরীক্ষা করার সময় তাঁর বাড়ির লোকেরা একটি চিঠি উদ্ধার করেন। সেই চিঠিতে মহেন্দ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন সুখপ্রীত। শুধু তা-ই নয়, এমনও অভিযোগ, তাঁকে আত্মহত্যার পথ বেছে নিতেও বাধ্য করেন মহেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement