Ludhiana Murder

আবার সেই নীল ড্রাম! মেরঠের পর পঞ্জাবের লুধিয়ানায় উদ্ধার যুবকের দেহ, গলার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল হাত-পা

স্থানীয়দের দাবি, একটি মাঠে নীলরঙা ড্রাম পড়ে থাকতে দেখেন তাঁরা। ড্রাম থেকে পচা গন্ধ বার হচ্ছিল। তার পরই তাঁরা পুলিশে খবর দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১২:৩৯
Share:

এই ড্রাম থেকেই যুবকের দেহ উদ্ধার হয়েছে। ছবি: সংগৃহীত।

আবার সেই নীল ড্রাম! উত্তরপ্রদেশের মেরঠে নীল ড্রাম থেকে সৌরভ রাজপুতের দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। সেই ঘটনারই স্মৃতি উস্কে দিল পঞ্জাবের লুধিয়ানার একটি ঘটনা। নীলরঙা ড্রাম থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হল পঞ্জাবের লুধিয়ানায়। তাঁর গলার সঙ্গে হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

স্থানীয়দের দাবি, একটি মাঠে নীলরঙা ড্রাম পড়ে থাকতে দেখেন তাঁরা। ড্রাম থেকে পচা গন্ধ বার হচ্ছিল। তার পরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ড্রামের মুখ খুলতেই এক যুবকের দলাপাকানো দেখতে পাওয়া যায়। এক পুলিশ আধিকারিক কুলবন্ত কউর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মৃত যুবক ভিন্‌রাজ্যের। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে দেহে পচন ধরে গিয়েছে বলে জানিয়েছেন কুলবন্ত। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়া গেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ড্রামটি দেখে মনে হচ্ছে সেটি খুব একটা পুরনো নয়। দেহ লোপাটের জন্যই ড্রামটি ব্যবহার করা হয়েছিল বলে অনুমান তাঁদের। পরিকল্পিত খুন বলেই মনে করছে পুলিশ। লুধিয়ানায় ড্রাম প্রস্তুতকারক সংস্থা এবং ড্রাম বিক্রেতাদের তালিকা তৈরি করেছে পুলিশ। ড্রামটি কোথা থেকে নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল এবং তার পাঁচ কিলোমিটার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এ ছাড়াও কাছাকাছি বাসস্ট্যান্ড, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাও হবে বলে তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন। পুলিশ আধিকারিক কুলবন্ত জানিয়েছেন, যে জায়গা থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে, তার আশপাশের এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক এবং ভিন্‌রাজ্যের মানুষ থাকেন। সেখান থেকে কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না তা-ও দেখা হচ্ছে।

Advertisement

লুধিয়ানার এই ঘটনা গত মার্চে মেরঠের মুস্কানকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে। প্রেমিক সাহিল শুক্লের সঙ্গে মিলে স্বামী তথা মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ ওঠে মুস্কান রস্তোগীর বিরুদ্ধে। অভিযোগ, সৌরভকে খুনের পর তাঁর দেহ ১৫ টুকরো করে নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেন মুস্কান এবং সাহিল। পরে সৌরভের দেহাবশেষ উদ্ধার হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement