Radhika Yadav Murder

রাধিকা হত্যাকাণ্ড: আদালতে চার্জশিট জমা পুলিশের, টেনিস খেলোয়াড় কন্যাকে কেন খুন বাবার, কী জানাল পুলিশ?

গত ১০ জুলাই রাধিকাকে বাড়িতেই গুলি করে খুন করার অভিযোগ ওঠে তাঁর বাবা দীপকের বিরুদ্ধে। সেক্টর ৫৭-য় রাধিকাদের বাড়িতে ওই দিন সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪০
Share:

রাধিকা যাদব। ফাইল চিত্র।

হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। বৃহস্পতিবার এই চার্জশিট আদালতে পেশ করা হয়েছে বলে রবিবার জানাল পুলিশ। চার্জশিটে রাধিকার বাবা দীপক যাদবকেই মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে।

Advertisement

সূত্রের খবর, চার্জশিটে পুলিশ দাবি করেছে, একটি বচসার জেরেই রাধিকাকে খুন হতে হয়েছে। দীপকের সঙ্গে রাধিকার বচসা শুরু হয় টেনিসের কোচিং করানোর বিষয়টি কেন্দ্র করে। দীপক চাইতেন না যে, রাধিকা কোচিং করান। বার বার আপত্তি জানানোর পরেও রাধিকা কোচিং করানো বন্ধ করেননি। আর তাঁর এই কাজের জন্য দীপককে নানা রকম ভাবে ‘কটাক্ষ’ করতেন আত্মীয় এবং গ্রামের লোকেরা। ফলে এখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। আর তার পরই রাধিকাকে গুলি করে খুন করেন দীপক।

সূত্রের খবর, চার্জশিটে আরও বলা হয়েছে, রাধিকাকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়েছে। প্রসঙ্গত, গত ১০ জুলাই রাধিকাকে বাড়িতেই গুলি করে খুন করার অভিযোগ ওঠে তাঁর বাবা দীপকের বিরুদ্ধে। সেক্টর ৫৭-য় রাধিকাদের বাড়িতে ওই দিন সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে। সেই সময় রাধিকা রান্নাঘরে ছিলেন। অভিযোগ, দীপক তাঁর লাইসেন্সড বন্দুক দিয়ে পিছন থেকে গুলি করেন রাধিকাকে। গুলি চলার আওয়াজ শুনে বাড়ির লোকেরা ভেবেছিলেন প্রেশার কুকার ফেটেছে। কিন্তু দীপকের ভাই কুলদীপ জানান, দোতলায় উঠে দেখেন, তাঁর ভাইঝি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর পাশেই বসে দীপক। রাধিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement