National news

রাহুল গাঁধীর অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিকর পোস্ট!

কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল পোস্ট করার অভিযোগ উঠল। বুধবার সন্ধ্যায় কংগ্রেস অফিস থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ২১:৪৮
Share:

—ফাইল চিত্র।

কংগ্রেসের সহ সভাপতি রাহুল গাঁধীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল পোস্ট করার অভিযোগ উঠল। বুধবার সন্ধ্যায় কংগ্রেস অফিস থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

Advertisement

এর পর কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘রাহুল গাঁধীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যেই করে থাকুন না কেন, এই ভাবে জনগণের জন্য রাহুল গাঁধীর আন্দোলনকে বন্ধ করা যাবে না।’’

জানা যায়, এ দিন আচমকাই রাহুল গাঁধীর টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক কুরুচিকর পোস্ট হতে থাকে। এই ভাবে পর পর ৮টি পোস্ট হয়। চোখে পড়ার সঙ্গে সঙ্গেই তা মুছে দেওয়া হয়। কিন্তু মুছে দেওয়ার মুহূর্তেই ফের একই ভাবে একটার পর একটা কুরুচিকর পোস্ট ভেসে ওঠে।

Advertisement

কে বা কারা তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে এমন কাণ্ড ঘটাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বিগ বাজারের বিগ বস আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন: শ্লেষ মমতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement