বাঘ সচেতনতায় নতুন ট্রেন ‘টাইগার এক্সপ্রেস’

বাঘ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব পরিবেশ দিবসের দিনই একটি নতুন ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। নাম টাইগার এক্সপ্রেস। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই এই ট্রেনটি চালু করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ১৮:০৭
Share:

বাঘ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব পরিবেশ দিবসের দিনই একটি নতুন ট্রেনের উদ্বোধন করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। নাম টাইগার এক্সপ্রেস। তাঁর ব্যক্তিগত উদ্যোগেই এই ট্রেনটি চালু করা হয়।

Advertisement

দিল্লির সফদরজঙ থেকে সফর শুরু করে কাতানি, জব্বলপুর এবং বান্ধবগড় হয়ে সেটি পৌঁছবে কান্‌হা। পাঁচ দিন ও ছয় রাত্রির এই সফরে ট্রেনের প্রারম্ভিক ভাড়া সাড়ে ৩৮ হাজার টাকা। এসি সিঙ্গল টিয়ারে এক জনের জন্য খরচ ৪৯, ৫০০ টাকা। এই ভাড়া শুধুমাত্র ভারতীয়দের জন্যই। বিদেশিরা এই ট্রেনে ভ্রমণ করতে চাইলে দিতে হবে অতিরিক্ত আরও চার হাজার টাকা। রয়েছে অন্যান্য আকর্ষণও। ট্রেনের সব যাত্রীদের বান্ধবগড় এবং কান্‌হা ন্যাশনাল পার্ক ঘোরানো হবে বলেও রেলমন্ত্রক সূত্রে খবর। পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরতে এটি ভারতীয় রেলের এক অভিনব পরিকল্পনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement