Parliament Winter Session

উপস্থিত নেই কোনও পূর্ণমন্ত্রী, রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দিতে হল উপরাষ্ট্রপতিকে, বিরোধীরা বলছেন: অপমান!

অধিবেশন শুরু হওয়ার পরেই বিরোধী সাংসদেরা লক্ষ করেন, রাজ্যসভায় এক জনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই। বিষয়টি নিয়ে উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:০১
Share:

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। —ফাইল চিত্র।

দেখা নেই কোনও পূর্ণমন্ত্রীর। এই পরিস্থিতিতে বিরোধী সাংসদদের দাবি মেনে ১০ মিনিটের জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দিতে হল উপরাষ্ট্রপতি তথা সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, অধিবেশনে এক জনও পূর্ণমন্ত্রীর উপস্থিত না-থাকাটা সভার অপমান।

Advertisement

শুক্রবার ছিল সংসদ হামলার ২৪ বছর পূর্তি। ওই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার সাংসদেরা। তার পরেই বিরোধী সাংসদেরা লক্ষ করেন, সংসদের উচ্চকক্ষে এক জনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই। বিষয়টি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। অন্তত এক জন পূর্ণমন্ত্রীকে উপস্থিত হতে বলার জন্য এক প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন রাধাকৃষ্ণন। বিরোধী সাংসদেরা অধিবেশন মুলতুবি করে দেওয়ার আর্জি জানান।

রাধাকৃষ্ণন বলেন, “আমি সভার কর্মপদ্ধতি সম্পর্কে অবহিত রয়েছি। আমি মন্ত্রীদের অনুরোধ করেছি। অন্তত এক জন মন্ত্রীর আসা উচিত।” বিরোধী সাংসদেরা তার পরেও অধিবেশন মুলতুবি করার দাবি জানাতে থাকেন। এই অবস্থায় পাঁচ মিনিট অপেক্ষা করেন রাধাকৃষ্ণন। রাজ্যসভার কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ চেয়ারম্যানের উদ্দেশে বলেন, “এটা সভার অপমান। পূর্ণমন্ত্রীরা না-আসা পর্যন্ত আপনি অধিবেশন মুলতুবি করে দিন।” পাঁচ মিনিট পরেও কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত না-হওয়ায় ১০ মিনিটের জন্য সভা মুলতুবি করে দেন রাধাকৃষ্ণন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement