Rakhi

Rakhi: একটি রাখির দাম পাঁচ লক্ষ টাকা! কেন

অবাক লাগলেও এমনই একটি রাখি তৈরি করেছেন গুজরাতের সুরাতের এক ব্যবসায়ী।

Advertisement

সংবাদ সংস্থা

সুরাত শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৮:০৫
Share:

প্রতীকী ছবি।

একটি রাখির সর্বোচ্চ দাম কত হতে পারে? ১০০-১৫০ বা খুব বেশি হলে ২০০ টাকা। কিন্তু কখনও শুনেছেন, একটি রাখির দাম পাঁচ লক্ষ টাকা! অবাক লাগলেও এমনই একটি রাখি তৈরি করেছেন গুজরাতের সুরাতের এক ব্যবসায়ী।

Advertisement

ব্যবসায়ীর নাম দীপক ভাই চোক্সী। গয়নার দোকানের পাশাপাশি রাখির একটি দোকান রয়েছে তাঁর। রাখি উৎসবের কথা মাথায় রেখে এ বার একটু রাখিতে অভিনবত্বের ছোঁয়া এনেছেন চোক্সী। তাঁর দোকানে যেমন ৪০০ টাকার রাখি আছে, তেমনই আছে লাখ টাকা দামের রাখিও।

এই সেই রাখি।

কেন এত দাম?

Advertisement

চোক্সী বলেন, “এ বার রাখিকে গয়নার আকারে বানানো হয়েছে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। রাখি উৎসবের পরেও এই রাখি গয়না হিসেবে পরতে পারবেন।” তাই সোনা, রুপো এবং প্ল্যাটিনামের রাখি তৈরি করা হয়েছে। যে রাখিটির দাম পাঁচ লক্ষ টাকা, সেটি গোটাটাই সোনা দিয়ে তৈরি। রাখির মাঝখানে সোনা দিয়ে খোদাই করে ‘ওম’ লেখা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন