India

Gujrat: ধর্ষণ ও খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, বিচারকের দিকে জুতো ছুড়লেন অপরাধী

আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়ে বিচারকের দিকে জুতো ছুড়ে মারলেন ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:০৮
Share:

প্রতীকী ছবি।

আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়ে বিচারকের দিকে জুতো ছুড়ে মারলেন ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত। গুজরাটের সুরতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়ার পরেই অভিযুক্ত এই কাণ্ড ঘটান।

Advertisement

ক্ষুব্ধ ২৭ বছর বয়সি সুজিত সাকেতকে গত বছরের এপ্রিলে ৫ বছর বয়সি এক বালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেফতার করা হয়। সুজিত নাবালিকাকে চকোলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের পর খুন করেন বলে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে পকসো আইনের আওতায় মামলাও দায়ের করে পুলিশ।

যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও অভিযুক্তকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দেন বিচারপতি।

Advertisement

ঘটনার সময় আদালতে উপস্থিত আইনজীবী বিনয় শর্মা জানান, সাজা ঘোষণার পর অপরাধী বিচারকের দিকে তাঁর জুতো ছুড়ে মারেন। তাঁকে মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি করেন দণ্ডপ্রাপ্ত সুজিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement