National news

ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে ধর্ষিতাকে বিষ খাওয়ালো অভিযুক্ত!

কিশোরীকে জোর করে বিষ খাইয়ে অভিযুক্তের বিরুদ্ধে মুখ বন্ধ রাখার চেষ্টা করল কয়েকজন দুষ্কৃতী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ১২:১৭
Share:

প্রতীকী ছবি।

টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ধর্ষিতা কিশোরীর উপর ফের হামলা। কিশোরীকে জোর করে বিষ খাইয়ে অভিযুক্তের বিরুদ্ধে মুখ বন্ধ রাখার চেষ্টা করল কয়েকজন দুষ্কৃতী।

Advertisement

বৃহস্পতিবার রাতে দ্বারকায় এই ঘটনা ঘটেছে। ওই রাতে টিউশন থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন ১৭ বছরের ওই কিশোরী। তখনই পথের মধ্যে আচমকা তার উপর হামলা হয়।

পুলিশের কাছে অভিযোগে কিশোরী জানিয়েছে, হামলাকারীরা বাইকে ছিল। একটি বাইকেই দু’জন আসে। তার পথ আটকে দাঁড়ায়। তারপর হুমকি দিয়ে ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে বয়ান না দিতে বলে। কিশোরী তাতে রাজি না হলে জোর করে তাকে বিষ খাইয়ে দেয়।

Advertisement

আরও পড়ুন: পরকীয়ার জেরে হুবহু ‘দৃশ্যম’-এর কৌশলে খুন! দু’বছর পর গ্রেফতার বিজেপি নেতা

এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনাস্থল থেকেই অচৈতন্য অবস্থায় কিশোরীকে উদ্ধার করে নিকটবর্তী দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। কিশোরী এখন স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পরদিন অর্থাৎ শুক্রবার থানায় দিয়ে পুরো বিষয় জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছে ওই কিশোরী।

আরও পড়ুন: কড়েয়ায় প্রকাশ্য রাস্তায় যুবককে গুলি করে খুন

২০১৮ সালে রানহোলা পুলিশ থানায় অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের মামলা দায়ের করেছে ওই কিশোরী। বর্তমানে অভিযুক্ত জামিনে মুক্ত। কিশোরীর উপর বৃহস্পতিবার রাতে যে হামলা হয়েছে তার সঙ্গে অভিযুক্তের যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement