আজ শবরীমালার আর্জি সুপ্রিম কোর্টে

মন্দিরের আশেপাশে আপাত শান্তি। রাজ্যের অন্যত্র বিক্ষোভ, অবরোধ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ০২:৫৭
Share:

শবরীমালা মন্দির চত্বর। ছবি- পিটিআই।

মন্দিরের আশেপাশে আপাত শান্তি। রাজ্যের অন্যত্র বিক্ষোভ, অবরোধ। এ দফায় শবরীমালা মন্দির-যাত্রা শুরুর তৃতীয় দিনে এমনই ছবি কেরলে। যদিও ১০ থেকে ৫০ বছরের কোনও মহিলা এখনও পর্যন্ত মন্দিরে গিয়েছেন বা সে জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছেন বলে খবর নেই। তবে অনলাইনে জমা রয়েছে প্রায় ৫০০ মহিলার আবেদন।

Advertisement

কাল মন্দিরে যাওয়ার পথে গ্রেফতার করা হয় বিজেপির সাধারণ সম্পাদক কে সুরেন্দ্রনকে। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এরই প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় বিজেপি। ঘণ্টাখানেক অবরোধ করা হয় জাতীয় সড়ক। ভাটকরা-য় ইট মারা হয় একটি সরকারি বাসে। পুলিশের তীব্র সমালোচনা করে ফেসবুকে কেরলের কেন্দ্রীয় মন্ত্রী আলফোন্স কান্ননথানম লিখেছেন, ‘‘সর্বসম্মতির পথে হাঁটা প্রয়োজন।’’

এই পরিস্থিতিতে মন্দির তত্ত্বাবধায়ক ত্রাভাঙ্কোর দেবস্বম বোর্ড সব বয়সের মহিলাকে প্রবেশাধিকার দেওয়ার রায় কার্যকর করার ক্ষেত্রে কিছুটা সময় চেয়ে কাল সুপ্রিম কোর্টে যাবে। পুলিশের সঙ্গে বৈঠকের পরে বোর্ডের সভাপতি এ পদ্মকুমার বলেন, ‘‘কেউ প্রতিবাদের উদ্দেশ্য নিয়ে এলে যথাযথ পদক্ষেপ করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement