akhilesh yadav

Akhilesh Yadav: ‘সমাজবাদী সুগন্ধি’ এল বাজারে, উত্তরপ্রদেশে ভোটের আগে অখিলেশ দিলেন চমক

মঙ্গলবার এই বিশেষ সুগন্ধির উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের কনৌজ বিধান পরিষদের সদস্য পম্মি জৈন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২১ ২১:১০
Share:

নিজস্ব চিত্র

লাল-কালো রঙের কাচের বোতল। তাতে ভরা সুগন্ধি। বোতলের উপরে সাইকেল চিহ্ন, আর লেখা ‘সমাজবাদী পার্টি।’ ভোটের আগে ‘সমাজবাদী সুগন্ধি’ এল উত্তরপ্রদেশের বাজারে। আনল সমাজবাদী পার্টি। একেবারে দলীয় সুগন্ধী। গায়ে মেখে প্রচার থেকে জনসংযোগ, আগামী ভোটে সবটাই সারবেন দলের সদস্যরা।

Advertisement

মঙ্গলবার এই বিশেষ সুগন্ধির উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের কনৌজ বিধান পরিষদের সদস্য পম্মি জৈন। এই সুগন্ধি ২২টি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয়েছে। ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এটি বাজারে আনা হয়েছে। কেমন গন্ধ এই সুগন্ধির? জৈন বলছেন, ‘‘সাধারণ মানুষ যখন এটি ব্যবহার করবেন, তখন এর থেকে সমাজবাদের গন্ধ পাবেন।’’ শুধু তাই নয়, এই সুগন্ধির বিষয়ে বলতে গিয়ে জৈন আরও বলেন, ‘‘২০২২ সালে বিদ্বেষের গন্ধ শেষ করবে এই সুগন্ধি।’’

যে বাক্সে সুগন্ধিটি ভরা থাকছে, সেটিতে থাকছে অখিলেশ যাদবের একটি ছবি। বাক্সে থাকছে অন্যান্য পার্টি সদস্যদের নামও। অক্টোবর মাসে কানপুর থেকে বিজয় রথযাত্রার মাধ্যমে ২০২২ সালের বিধানসভা ভোটের প্রচার শুরু করেছে সমাজবাদী পার্টি। সেই সময়েই অখিলেশ জানিয়ে দেন, বড় কোনও দলের সঙ্গে জোটে যাবে না তাঁর দল। কারণ তিনি স্পষ্ট বলেন, বিজেপি-র সবচেয়ে বড় শত্রু সমাজবাদী পার্টি আর অন্য কোনও দল নয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন