India-Pakistan tensions

ছন্দে ফিরছে কাশ্মীর! মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে স্কুল, কলেজ, বন্ধ থাকবে শুধু সীমান্ত এলাকায়

পঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। বাকি রাজ্যে সোমবারই চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৭:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার থেকেই সেখানে আবার খুলে যাচ্ছে সব স্কুল এবং কলেজ। সোমবার এ কথা ঘোষণা করেছেন কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয়কুমার বিধুরি। শুধু সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপোরার গুরেজ়ের স্কুল, কলেজ বন্ধ থাকবে। সেখানে এখনও পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। অন্য দিকে, পঞ্জাবের পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। বাকি রাজ্যে সোমবারই চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

গত ৭ মে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। ওই অভিযানের নাম ছিল ‘অপারেশ সিঁদুর’। তার পরেই ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ভারত সেই চেষ্টা ব্যর্থ করেছে। ওই অবস্থায় জম্মু ও কাশ্মীর, পঞ্জাবে বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ। শনিবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে নয়াদিল্লি। তার পরেই শান্ত হয় সীমান্ত এলাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকেই জম্মু ও কাশ্মীরের স্কুল, কলেজ খুলে দেওয়ার ঘোষণা করল প্রশাসন। পঞ্জাবে সীমান্ত সংলগ্ন অমৃতসর, পঠানকোট, ফিরোজ়পুর, গুরদাসপুর, তর্ন তারানে সোমবারও বন্ধ ছিল স্কুল, কলেজ। সেগুলি কবে চালু হবে, তা এখনও জানায়নি প্রশাসন। তবে পঞ্জাবের বাকি জেলায় খুলে গিয়েছে স্কুল, কলেজ।

ভারত-পাক উত্তেজনার আবহে দেশের বন্ধ হয়ে যাওয়া ৩২টি বিমানবন্দরও খুলে গিয়েছে সোমবার। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার সকালে বিবৃতি দিয়ে অবিলম্বে বিমান পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। বিমানকর্মীদের এ সংক্রান্ত নোটিসও পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement