Landslide in Stone Mine

২০ ঘণ্টা পার, উত্তরপ্রদেশের পাথর খাদানে ধসে আটকে অন্তত ১৫ জন শ্রমিক! মৃত্যু একজনের, চলছে উদ্ধারকাজ

শনিবার দুপুরে যখন ধস নামে, তখন ওই খাদানে কাজ করছিলেন ১৫-১৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে বেশির ভাগই বাইরে বেরিয়ে আসতে পারেননি। পাহাড়ের উপরের দিক থেকে বড় বড় চাঁই নেমে আসে খাদানের ভিতরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১২:০১
Share:

উদ্ধারকাজ চলছে সোনভদ্রের পাথর খাদানে। ছবি: এনডিআরএফের দেওয়া।

উত্তরপ্রদেশের সোনভদ্রে পাথর খাদানে ধসে আটকা পড়া শ্রমিকদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এখনও ধসে আটকে অন্তত ১৫ জন শ্রমিক। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

সোনভদ্র জেলার ওব্রা থানা এলাকার একটি পাহাড়ে পাথরের খাদানে আচমকা ধস নামে শনিবার দুপুর ৩টে নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। উদ্ধারকার্য শুরু করে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রায় ২০ ঘণ্টা কেটে গেলেও এখনও সব শ্রমিককে ধস নামা খাদান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার সকালে এক শ্রমিকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুধু তারা নয়, দু’টি বেসরকারি সংস্থা এবং ওব্রা তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রয়েছে।

শনিবার যখন ধস নামে তখন ওই খাদানে কাজ করছিলেন ১৫-১৮ জন শ্রমিক। তাঁদের মধ্যে বেশির ভাগই বাইরে বেরিয়ে আসতে পারেননি। পাহাড়ের উপরের দিক থেকে বড় বড় চাঁই নেমে আসে খাদানের ভিতরে। ঘটনা নজরে আসতেই আশপাশের বাসিন্দারা খবর দেন স্থানীয় থানায়।

Advertisement

পাঁচ বছর আগেও সোনভদ্রের ওব্রা থানা এলাকায় একটি পাথরের খাদানে ধস নেমেছিল। ওই ঘটনার সময়েও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকতে হয়েছিল। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুও হয়েছিল সেই সময়। এ বারের ধসের ঘটনায় এখনও পর্যন্ত এক জন শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement