উত্তরপ্রদেশের সোনভদ্রে ধস নামল পাথরের খাদানে। শনিবার ওই দুর্ঘটনার সময়ে খাদানে অনেক শ্রমিক কাজ করছিলেন। খাদানে আচমকা ধস নামায় শ্রমিকদের অনেকেই ধসের নীচে চাপা পড়ে গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ৩টে নাগাদ। সোনভদ্র জেলার ওব্রা থানা এলাকার একটি পাহাড়ে পাথরের খাদানে আচমকা ধস নামে। পাহাড়ের উপরের দিক থেকে বড় বড় চাঁই নেমে আসে খাদানের ভিতরে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনার সময়ে ওই খাদানে ১৫-১৮ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরে তাঁদের কাউকেই আর খাদান থেকে বেরিয়ে আসতে থাকা যায়নি।
প্রায় ৪০০ ফুট গভীর ওই খাদানের নীচে শ্রমিকেরা কাজ করছিলেন। স্থানীয় সূত্রে খবর, ওই সময় শ্রমিকেরা বেশ কিছু কম্প্রেসার যন্ত্রের মাধ্যমে পাথরে গর্ত করছিলেন। তখনই পাহাড়ের উপরের দিক থেকে বড় বড় পাথরের চাঁই ধসে পড়ে তাঁদের দিকে। আশপাশের বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় থানায়। ঘটনাচক্রে, শনিবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল সোনভদ্রে। আদিত্যনাথের কর্মসূচি শেষ হওয়ার কিছু ক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের একাংশে জানানো হচ্ছে, আদিত্যনাথের সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:
সোনভদ্রের জেলাশাসক বদ্রীনাথ সিংহ এবং পুলিশ সুপার অভিষেক বর্মা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে সেখানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। খবর দেওয়া হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
পাঁচ বছর আগেও সোনভদ্রের ওব্রা থানা এলাকায় একটি পাথরের খাদানে ধস নেমেছিল। ওই ঘটনার সময়েও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকতে হয়েছিল। বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যুও হয়েছিল সেই সময়। এ বার ফের ধস নামল উত্তরপ্রদেশের পাথরের খাদানে।