Uttar Pradesh

গুলি করবেন কি, গুলি ভরতেই জানেন না! পুলিশের এসআই ‘ধরা পড়লেন’ উত্তরপ্রদেশে

পুলিশ আধিকারিকদের প্রস্তুতি কেমন তা পরীক্ষা করতে থানার এক সাব ইনস্পেক্টরকে এক বন্দুকে গুলি ভরতে বলেন। নির্দেশ পাওয়ার পর ওই পুলিশ আধিকারিক শত চেষ্টা করেও বন্দুকে গুলি ভরতে ব্যর্থ হন।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ ২৩:৩৭
Share:

বন্দুকে গুলি ভরতে গিয়ে হিমশিম খেলেন থানার সাব ইনস্পেক্টর। ছবি: সংগৃহীত।

আইজি পরিদর্শন চলাকালীন তাৎক্ষণিক নির্দেশ দিয়েছিলেন বন্দুকে গুলি ভরতে। কিন্তু তা করতে গিয়ে হিমশিম খেলেন থানার সাব ইনস্পেক্টর। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের কোতয়ালি খলিলাবাদ থানায়।

Advertisement

আইজি আরকে ভরদ্বাজ সোমবার গিয়েছিলেন কোতয়ালি থানা পরিদর্শনে। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের প্রস্তুতি কেমন তা পরীক্ষা করতে থানার এক সাব ইনস্পেক্টরকে এক বন্দুকে গুলি ভরতে বলেন। নির্দেশ পাওয়ার পর ওই পুলিশ আধিকারিক শত চেষ্টা করেও বন্দুকে গুলি ভরতে ব্যর্থ হন। আরও দেখেন, থানার অনেক আধিকারিক ঠিক মতো গুলি পর্যন্ত চালাতে জানেন না। সন্ত কবীর নগরে অন্য একটি থানা পরিদর্শনে গিয়ে আইজি ভরদ্বাজ থানার ওআইসিকে কাঁদানে গ্যাসের শেল পরিচালনা করতে বললে বার কয়েকের চেষ্টাতেও ব্যর্থ হন ওই ওআইসি।

পরিদর্শনে এই সব নজরে আসার পরও তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আইজি আরকে ভরদ্বাজ ওই সকল পুলিশ আধিকারিককে আরও অনুশীলন এবং প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। কারণ যে কোনও সময় তাঁদের জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন