দেশজুড়ে রঙের উত্সবের নানান মুহূর্তের ফ্রেমবন্দি কিছু ছবি

ফাগুন হাওয়ায় যেন শুধুই রঙের খেলা। দোল বলে কথা আর হাওয়ায় রঙের ফাগ উড়বে না তাই হয় না কি? শহরের অলি-গলি থেকে রাজ্যের আনাচকানাচ— দেশের নানা প্রান্তে মানুষ উদ্‌যাপন করল দোল। দোলের নানান মুহূর্তের ফ্রেমবন্দি এমনই কিছু ছবি দেখে নেওয়া যাক এক নজরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১১:৩১
Share:
০১ ১০

উত্তর কলকাতায় রঙের ফাগ ওড়াতে ব্যস্ত রবীন্দ্র ভারতীর ছাত্রীরা। ছবি: স্বাতী চক্রবর্তী।

০২ ১০

দোলের আনন্দে মাতোয়ারা দৃষ্টিহীন শিশুরা। হায়দরাবাদের একটি স্কুলে। বৃহস্পতিবার। ছবি: এএফপি

Advertisement
০৩ ১০

বালিগঞ্জ সার্কুলার রোডে রং খেলায় মত্ত পড়ুয়ারা। ছবি: স্বাতী চক্রবর্তী।

০৪ ১০

হাওয়ায় ফাগ ওড়াতে মগ্ন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার। ছবি: স্বাতী চক্রবর্তী।

০৫ ১০

খেলব হোলি, সেলফি তুলব না, তাই কখনও হয়? ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৬ ১০

দেশ বিদেশ এক হয়ে যায় হোলির রঙে রঙিন হয়ে। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৭ ১০

সারমেয়রাই বা বাদ যাবে কেন? তাই ওরাও রঙিন হয়ে উঠেছে। ছবি: সুদীপ্ত ভৌমিক।

০৮ ১০

চম্পাহাটির বাড়িতে দোল খেলছেন বাম নেতা সুজন চক্রবর্তী। ছবি: শশাঙ্ক মণ্ডল

০৯ ১০

বৃহস্পতিবার জয়পুরের গোবিন্দ দেবজি মন্দিরে। ছবি: পিটিআই

১০ ১০

উৎসব: হোলিতে মেতেছেন বিএসএফ জওয়ানেরা। বৃহস্পতিবার জম্মুতে। ছবি: পিটিআই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement