Meghalaya Honeymoon Murder

মধুচন্দ্রিমায় নিয়ে গিয়ে স্বামীকে খুনের ছক? সঙ্গী কি প্রেমিক? মেঘালয়কাণ্ডে সোনমকে ঘিরে রহস্য এখনও কাটছে না

ঘটনার ১৭ দিন পর সোনম সোমবার সকালে আত্মসমর্পণ করেছেন। সোনম ছাড়াও রাজা-হত্যায় জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে এক জন এবং ইনদওর থেকে আরও দু’জনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১২:০০
Share:

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে মৃত রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রেমিকের জন্যই কি স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম রঘুবংশী? প্রাথমিক তদন্তের পর পুলিশ এই তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না।

Advertisement

মধুচন্দ্রিমায় গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ১৭ দিন পর গ্রেফতার হয়েছেন স্ত্রী সোনম। সোমবার সকালে উত্তরপ্রদেশের গাজ়িপুরে আত্মসমর্পণ করেছেন তিনি। এ বার সেই ঘটনার তদন্তেই উঠে এল নয়া সূত্র। জানা গেল, বিয়ের আগে থেকেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনমের। মনে করা হচ্ছে, সে কারণেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছেন ওই তরুণী!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনমকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে রাজ কুশওয়াহা নামে এক যুবকের নাম। বিয়ের আগে রাজ নামে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। রাজার সঙ্গে বিয়ের পরেও দু’জনের যোগাযোগ ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকের কারণেই স্বামীকে খুনের ছক কষেন সোনম। সে জন্য ভাড়াটে খুনিদেরও সাহায্য নেন ওই তরুণী। গত ২০ মে নবদম্পতি মধুচন্দ্রিমায় যান। আগে থেকে সব পরিকল্পনা করাই ছিল। পূর্ব-পরিকল্পনা মাফিক ২৩ মে স্বামী রাজাকে খুন করান তিনি। তার পর গা-ঢাকা দেন নিজেও।

Advertisement

ওই ঘটনার ১৭ দিন পর সোনম সোমবার সকালে আত্মসমর্পণ করেছেন। সোনম ছাড়াও রাজা-হত্যায় জড়িত সন্দেহে আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে এক জন এবং ইনদওর থেকে আরও দু’জনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। খবরটি নিশ্চিত করেন মেঘালয় পুলিশের ডিজি ইদাশিশা নোংরাং। আরও এক অভিযুক্তের খোঁজ চলছে।

ইনদওরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয় গত ১৯ মে। তার পরের দিনই মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। ২৩ মে সোহরার একটি হোমস্টেতে শেষ বার তাঁদের দু’জনকে দেখা গিয়েছিল। এর ১১ দিন পর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। মেলে রক্তমাখা দা এবং বর্ষাতিও। কিন্তু সোনম নিখোঁজ ছিলেন। যত দিন যাচ্ছিল, ততই দানা বাধছিল রহস্য। এমনকি, সোনমকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে বলেও মনে করছিলেন কেউ কেউ! সেই আবহেই খোঁজ মিলল সোনমের। উঠে এল স্বামী খুনে নতুন তত্ত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement