National news

মায়াকে জোটে বাঁধতে লোকসভায় আসন ছাড়তেও রাজি অখিলেশ

মৈনপুরীর জনসভায় অখিলেশ বলেন, ‘‘২-৪টি আসন ছাড়তে হলে ছাড়ব। কিন্তু বিজেপিকে হারানোর জন্য আমরা বহুজন সমাজপার্টির সঙ্গেই জোট করব।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৩:৩১
Share:

মায়াবতীর সঙ্গেই জোটের ঘোষণা অখিলেশের। ছবি: পিটিআই।

বুয়া চাইলে আত্মত্যাগেও রাজি ভাতিজা!

Advertisement

আগামী বছরের লোকসভা ভোটে‘বুয়া’ মায়াবতীর সঙ্গেই জোট করার কথাটা এ বার জনসভা থেকে ঘোষণা করে দিলেন ‘ভাতিজা’ অখিলেশ যাদব। রবিবার তিনি বলেন, দরকারে তিনি আসন ছাড়তেও রাজি আছেন। কিন্তু বিজেপি-কে হারানোর জন্য যে কোনও মূল্যে জোট হবেই।

অথচ একটা সময় বহুজন সমাজপার্টির সঙ্গে সমাজবাদী পার্টির সম্পর্কটা ছিল সাপে-নেউলের চেয়েও তিক্ত। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে দুই দল কাছাকাছি আসায় বিরোধী জোট এখন অনেকটাই শক্তপোক্ত। ঠিক সেরকমই বিজেপির কাছেও তা দুর্ভাবনার কারণ হয়ে উঠেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী জোটের কাছে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এর আগে হারতে হয়েছে গোরক্ষপুর ও ফুলপুর উপনির্বাচনে।

Advertisement

একের পর এক ধাক্কা যে যোগী আদিত্যনাথের গড়ে বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, সে কথা বলাই বাহুল্য। যদিও লোকসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে জোট নিয়ে কিন্তু ধোঁয়াশা রেখেই দিয়েছিলেন মায়াবতী। তিনি বলেন, আসন বণ্টন নিয়ে সম্মানজনক ফর্মুলা বের হলে, তবেই তিনি জোটে যাবেন। মনে করা হচ্ছে, সেই ফর্মুলায় যে সমাজবাদী পার্টি রাজি, সেই বার্তাটা অখিলেশ পৌঁছে দিলেন মায়াবতীর কাছে। উত্তরপ্রদেশের মৈনপুরীর জনসভায় অখিলেশ বলেন, ‘‘২-৪টি আসন ছাড়তে হলে ছাড়ব। কিন্তু বিজেপিকে হারানোর জন্য আমরা বহুজন সমাজপার্টির সঙ্গেই জোট করব।’’

আরও পড়ুন: আসন রফা নিয়ে বিহারে দলের মন বুঝবেন অমিত

আরও পড়ুন: দলে মোদী আর যোগী শুধু দুর্নীতিগ্রস্ত নন! বলছেন বিজেপি সাংসদ

যদিও মুখে অন্তত অখিলেশের ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। তাদের দাবি, এই জোট টিকবে না। শেষ পর্ষন্ত ঝগড়ার রাস্তাতেই ফিরবেন বুয়া আর ভাতিজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement