Maharashtra Student Death

এত পড়েও বাড়ল না নম্বর! পরীক্ষার ফলাফল দেখে ২০ তলা থেকে ঝাঁপ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর

কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পড়াশোনা নিয়ে সে চাপে ছিল। দীর্ঘ দিন ধরে বাড়িতে এবং স্কুলে পরীক্ষার নম্বরে উন্নতির জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১২:০৭
Share:

পরীক্ষায় ধারাবাহিক খারাপ ফলে হতাশ কিশোরী। ছবি: এআই সহায়তায় প্রণীত।

পরিশ্রম করেও ফল মিলছে না। বরং দিনের পর দিন নম্বর আরও কমে যাচ্ছে। পরীক্ষার ফলাফল দেখে ২০ তলা থেকে ঝাঁপ দিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

মহারাষ্ট্রের ঠাণে জেলার ঘটনা। শুক্রবার পুলিশ জানিয়েছে, ১৪ বছরের ওই কিশোরীর মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলেই প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে। তবে দুর্ঘটনার তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পড়াশোনা নিয়ে সে চাপে ছিল। দীর্ঘ দিন ধরে বাড়িতে এবং স্কুলে পরীক্ষার নম্বরে উন্নতির জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। শিক্ষিকারা উপদেশ দিচ্ছিলেন, আরও ভাল নম্বর পেতে হবে। পরিবারের সদস্যেরাও একই কথা বলছিলেন। কিন্তু চেষ্টা করেও সে উন্নতি করতে পারেনি। দীপাবলির আগে যে পরীক্ষা হয়েছিল, সম্প্রতি তার ফলাফল দেখে হতাশায় ডুবে যায় কিশোরী। মনমরা হয়ে থাকত, জানিয়েছে পরিবার।

Advertisement

ঠাণের কল্যাণ পশ্চিম এলাকায় একটি বহুতলের ২০ তলায় থাকত ওই কিশোরী। জানালা দিয়ে গলে নীচে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারের উপর সে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিশোরীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্কুলের বন্ধুদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। তবে ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement