MP Student Suicide

‘সুসন্তান হতে পারিনি’, ফেসবুকে লিখে কলেজের চার তলায় উঠে গেলেন যুবক! ঝাঁপ দিয়ে মৃত্যু

ইনদওরের একটি কলেজে চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ২০ বছরের যুবক। মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে দু’টি লাইন লেখা ছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৩:০০
Share:

ইনদওরের কলেজে আত্মঘাতী ছাত্র। —প্রতীকী চিত্র।

কলেজের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন বলে মত পুলিশের। তাঁর ফেসবুক পোস্টেও অবসাদের ইঙ্গিত রয়েছে।

Advertisement

মধ্যপ্রদেশের ইনদওরের দ্বারকাপুরীর একটি কলেজে বিএসসি পড়তেন ময়ূর রাজপুত (২০)। শনিবার কলেজের চার তলা থেকে আচমকা ঝাঁপ দেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। কলেজের সিসি ক্যামেরার ফুটেজে ছাত্রের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।

যুবকের সমাজমাধ্যম খতিয়ে দেখার পর পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। তাতে দু’টি লাইন লেখা ছিল— ‘‘আমি না ভাল ছাত্র হতে পেরেছি, না সুসন্তান হতে পেরেছি।’’ এই পোস্ট থেকেই পুলিশ মনে করছে, পারিবারিক সমস্যায় ভুগছিলেন ছাত্র। পাশাপাশি কলেজেও কোনও ঝামেলা হয়েছিল কি না, পড়াশোনা নিয়ে কলেজে কেউ তাঁকে কিছু বলেছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রের সহপাঠী এবং অধ্যাপকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে পুলিশ।

Advertisement

দ্বারকাপুরীর সহকারী ডিসিপি আনন্দ যাদব বলেন, ‘‘কলেজের চার তলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। আমরা সব রকম সম্ভাবনা খতিয়ে দেখছি। ওঁর ফেসবুক পোস্ট থেকে মনে হচ্ছে, মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করব। বাড়িতে কিছু ঘটেছিল কি না, দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement