(বাঁ দিকে) ভারতের সুপ্রিম কোর্ট। গত সেপ্টেম্বর মাসে নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ (ডান দিকে)। — ফাইল চিত্র।
পর্নোগ্রাফির উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা এখনই শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, চার সপ্তাহ পরে মামলাটির শুনানি হবে। তবে তার আগেই, আগামী ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি। সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ অনুসারে, ওই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নেপালের পরিস্থিতির কথাও উল্লেখ করেছে। শীর্ষ আদালত বলেছে, “দেখুন, একটা নিষেধাজ্ঞার জেরে নেপালে কী হয়েছে।”
দেশে পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে কেন্দ্রীয় সরকার যাতে জাতীয় স্তরে একটি নীতি গ্রহণ করে, সেই আর্জি জানিয়েছেন মামলাকারী। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে পর্নোগ্রাফি দেখার প্রবণতা বন্ধ করার জন্য এবং প্রকাশ্যে এই ধরনের বিষয়বস্তু দেখা নিষিদ্ধ করার আর্জি জানান তিনি। মামলকারীর বক্তব্য, “ডিজিটালাইজ়েশনের পরে সকলেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করেন। কেউ শিক্ষিত না অশিক্ষিত— তা এ ক্ষেত্রে গুরুত্বহীন। এখন সব কিছুই এক ‘ক্লিকে’ পাওয়া যায়।”
মামলাকারীর বক্তব্য, কোভিডকালের স্কুলপড়ুয়াদের মধ্যে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার আরও বৃদ্ধি পেয়েছে। এই ডিভাইসগুলিতে পর্নোগ্রাফি দেখা বন্ধ করার সরাসরি কোনও ব্যবস্থা নেই। কিছু সফ্টঅয়্যার আছে, যার মাধ্যমে অভিভাবকেরা এই ধরনের কনটেন্ট দেখা নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু এই সমস্যা মোকাবিলার জন্য কোনও আইন কার্যকর নেই। এর ফলে ১৩-১৮ বছর বয়সিদের মনে বিরূপ প্রভাব পড়ে বলে দাবি মামলাকারীর। তবে ওই মামলা এখনই শুনতে রাজি নয় আদালত। চার সপ্তাহ পরে মামলাটির শুনানি হতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।