False Promise of Marriage

অপরাধ কি আপনারও নেই? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় মহিলার ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের

অভিযোগকারী মহিলা বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে। অভিযুক্ত ডাকলেই কেন তিনি বার বার হোটেলে চলে যেতেন, তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১১:১২
Share:

অভিযুক্তের আগাম জামিনের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অপরাধ কি আপনারও নেই? বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের মামলার অভিযোগকারী মহিলার উদ্দেশে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। অভিযোগকারী মহিলা বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে। বিবাহ- বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই মহিলাও জেনেবুঝে অপরাধ করেছেন বলে মনে করছে আদালত।

Advertisement

অভিযুক্তের আগাম জামিনের নির্দেশ খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহিলা। তবে সেই আর্জি বুধবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং এন কোটিশ্বর সিংহের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, অভিযুক্তের আগাম জামিন দিয়ে সঠিক কাজই করেছে পটনা হাই কোর্ট।

‘টাইম্স অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, মহিলার আইনজীবী আদালতে জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তাঁর মক্কেলের সঙ্গে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। অভিযুক্ত বহু বার বিভিন্ন হোটেলে ডেকে পাঠাতেন তাঁর মক্কেলকে। সে কথায় শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ মহিলার উদ্দেশে বলে, “আপনি বিবাহিত এবং দুই সন্তানও রয়েছে। আপনি একজন প্রাপ্তবয়স্ক। আপনি যে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তা বিবাহ-বহির্ভূত, তা-ও আপনি বোঝেন।”

Advertisement

মহিলার উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রশ্ন, “অভিযুক্ত ডাকলেই বা আপনি কেন বার বার হোটেলে চলে যেতেন? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, বিবাহ-বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপন করে আপনিও অপরাধ করেছেন।”

২০১৬ সালে সমাজমাধ্যমে অভিযুক্তের সঙ্গে আলাপ হয় মহিলার। তাঁর অভিযোগে, বিবাহবিচ্ছেদের জন্য মহিলাকে চাপ দিতেন ওই অভিযুক্ত। পরে এক পারিবারিক আদালতে বিচ্ছেদের অনুমতিও মেলে। কিন্তু দু’সপ্তাহ যেতে না যেতেই অভিযুক্ত ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন। এর পরেই বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগ দায়ের করেন মহিলা। প্রথমে বিহারের এক নিম্ন আদালতে মামলার শুনানি চলছিল। সেখানে অভিযুক্তের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। কিন্তু, পরে পটনা হাই কোর্ট অভিযুক্তের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে। বুধবার পটনা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement