Threat in Delhi

বাক্স-রহস্য রাজধানীতে! ভোটগণনার দিনই দিল্লির রোহিণীতে ছড়াল আতঙ্ক

ভোটগণনার আগের দিন অর্থাৎ শুক্রবারও দিল্লির দু’টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। ইমেল পাঠিয়ে বোমা হামলার হুমকি চিন্তায় ফেলে পুলিশকে। ভোটগণনার দিনও পরিত্যক্ত বাক্সকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৭
Share:

রোহিণী এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করল দিল্লি পুলিশ। —ফাইল চিত্র।

ভোটগণনার দিনই দিল্লিতে আতঙ্ক ছড়াল। রোহিণীর প্রশান্ত বিহার এলাকায় একটি পরিত্যক্ত বাক্স নজরে আসে স্থানীয়দের। কী আছে তাতে, তা নিয়ে রহস্য দানা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর দেড়টা নাগাদ কন্ট্রোল রুমে ফোন করে পরিত্যক্ত বাক্সের কথা জানানো হয়। খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ওই পরিত্যক্ত বাক্স পরীক্ষা করে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে ওই বাক্সে কী আছে, তা খোলসা করেননি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। পরিত্যক্ত বাক্স ঘিরে আতঙ্ক ছড়াতেই ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ রাস্তার একটা বড় অংশ আটকে রাখে। অনেক গাড়িই ঘুরপথে চলাচল করে। তবে বিকেলের পর এলাকায় যানজট নিয়ন্ত্রণ শুরু করে পুলিশ।

ভোটগণনার আগের দিন অর্থাৎ শুক্রবারও দিল্লির দু’টি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেল পাঠিয়ে বোমা হামলার হুমকি চিন্তায় ফেলে পুলিশকে। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, নয়ডা সীমানাঘেঁষা শিব নাদার এবং অ্যালকন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। নিরাপত্তার কারণে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে স্কুলে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কিছুই মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement