Sujith Wilson

আশি ঘণ্টার লড়াই শেষ, সব চেষ্টা ব্যর্থ, সুড়ঙ্গেই মৃত্যু দু’বছরের সুজিতের

সুড়ঙ্গে পড়ে গিয়ে মাটি থেকে ৯০ ফুট গভীরে আটকে ছিল সুজিত। গত কয়েক দিন ধরে বাঁচার লড়াই চালাচ্ছিল সে।

Advertisement

সংবাদ সংস্থা

তিরুচিরাপল্লি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ১০:২৮
Share:

সুড়ঙ্গ থেকে উদ্ধার সুজিত উইলসনের দেহ

কুরুক্ষেত্রের প্রিন্সের মতো ‘মৃত্যুঞ্জয়ী’ হয়ে ওঠা হল না তিরুচিরাপল্লির সুজিত উইলসনের। সুড়ঙ্গে আটকে পড়ে, গত কয়েক দিন ধরে বাঁচার লড়াই চালাচ্ছিল বছর দু’য়েকের সুজিত। কিন্তু, শেষ পর্যন্ত হার মানতে হল তাকে। সুড়ঙ্গে আটকে থাকা অবস্থাতেই সুজিতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার, তার দেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা।

Advertisement

সুড়ঙ্গে পড়ে গিয়ে মাটি থেকে ৯০ ফুট গভীরে আটকে ছিল সুজিত। গত কয়েক দিন ধরে বাঁচার লড়াই চালাচ্ছিল সে। কিন্তু, শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়েছে। তার কাছে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করেছিল উদ্ধারকারী দল। সমান্তরাল ভাবে সুড়ঙ্গও খুঁড়েছিলেন তারা। তবে পাথুরে জমি হওয়ায় তাতে সময়ও লাগে অনেকটা। দীর্ঘ চেষ্টার পর অবশেষে, মঙ্গলবার ভোরবেলা তার কাছে পৌঁছনো যায়। কিন্তু, রবিবার রাত থেকেই আর সাড়া মিলছিল না সুজিতের। ফলে, আশঙ্কার মেঘও ক্রমশ জমছিল। শেষ পর্যন্ত তা-ই সত্যি হল। উদ্ধারকারী দল তার কাছে পৌঁছলেও, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। তামিলনাড়ু সরকার সূত্রে জানা গিয়েছে, সুজিতের দেহে পচন ধরেছিল। আগেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সমান্তরাল সুড়ঙ্গ দিয়ে সুজিতের কাছে পৌঁছনোর আগেই তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তামিলনাড়ুর ত্রাণ কমিশনার জে রাধাকৃষ্ণন বলেন, ‘‘২ বছরের ওই শিশুর দেহে পচন ধরেছে। আমরা তাকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু, যে সুড়ঙ্গে সে পড়ে গিয়েছিল সেখান থেকে পচা গন্ধ বেরোতে থাকে। তার পর আমরা খোঁড়া বন্ধ করে দিয়েছি।’’

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: আন্তর্জাতিক মহলে প্রশ্নের মুখে পড়ে ‘বাছাই’ ইউরোপীয় এমপিদের কাশ্মীরে যাওয়ার ব্যবস্থা করল মোদী সরকার

শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ, তিরুচিরাপল্লির নাড়ুকাট্টুপট্টিতে ঘটে এই দুর্ঘটনা। খেলতে খেলতে একটি নলকূপের জন্য খোঁড়া একটি পরিত্যক্ত সুড়ঙ্গে পড়ে যায় সুজিত উইলসন। পরিবারের লোকজন রাতেই সেটা বুঝতে পেরে খবর পাঠান পুলিশ ও দমকলে। তার পর থেকেই নিরন্তর উদ্ধারকাজ চলছিল। নানা চেষ্টার পর, শেষ পর্যন্ত ওই সুড়ঙ্গের পাশে সমান্তরাল একটি সুড়ঙ্গ খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো কাজও চলে। শিশুটিকে সুস্থ রাখার জন্য খাবার, অক্সিজেনও পাঠানো হয়েছিল। সুজিতকে নিয়ে উদ্বেগের কম্পনটা ধাক্কা দিয়েছিল রাজনৈতিক মহলেও। সোমবার সুজিতের জন্য উদ্বেগ প্রকাশ করে টুইটও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে উদ্বেগ প্রকাশ করেন রাগল গাঁধী ও কমল হাসানও। কিন্তু, সব লড়াই শেষ হয়ে গেল।

সমাধিস্থ সুজিত উইলসন। ছবি: টুইটার থেকে

আরও পড়ুন: ওজনদার প্রার্থী, হেভিওয়েট ‘সেনাপতি’? সভাপতির খাসতালুকেই বিজেপি-কে চেপে ধরার ভাবনায় তৃণমূল

২০০৬ সালের জুলাই মাসে, হরিয়ানার কুরুক্ষেত্রে এমনই সুড়ঙ্গে পড়ে গিয়েছিল প্রিন্স নামে এক শিশু। ৪৮ ঘণ্টা সু়ডঙ্গে আটকে থাকার পর,‘কুরুক্ষেত্র’-র সেই লড়াই জিতে ফিরেছিল প্রিন্স। ইতিহাসের পুনরাবৃত্তি হল না সুজিত উইলসনের ক্ষেত্রে। এই ট্র্যাজিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে তার পরিবারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন