পড়ুয়ার হাত পুড়িয়ে দেওয়ার অভিযোগ। ছবি: সংগৃহীত।
হাতের লেখা বাজে কেন, তার জন্য পড়ুয়ার হাত পুড়িয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি মুম্বইয়ের মালাড এলাকার। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়ার অভিভাবকেরা।
পুলিশ সূত্রে খবব, অভিযুক্ত শিক্ষকের নাম রাজশ্রী রাঠৌর। তিনি মালাড পূর্ব এলাকায় থাকেন। প্রতি দিন সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত সেখানে পড়তে যায় তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া। গত ২৮ জুলাইয়েও পড়তে গিয়েছিল সে। তার বোনও পড়তে যায় একসঙ্গে। কিন্তু সে দিন যায়নি।
পড়ুয়ার বাবার দাবি, রাত ৯টা নাগাদ শিক্ষক রাঠৌর তাঁকে ফোন করে জানান যে, তাঁর ছেলে খুব কাঁদছে। দ্রুত বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলেন। ফোন পেয়েই ওই পড়ুয়ার বাবা শিক্ষকের বাড়ি হাজির হন। তার পর ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা হন। বাড়ি ফেরার পথে শিশুটি তার বাবাকে জানায়, মোমবাতি জ্বালিয়ে শিক্ষক তার হাত পুড়িয়ে দিয়েছেন। কেন পুড়িয়ে দিয়েছেন, এই প্রশ্ন করায় শিশুটি তার বাবাকে জানায়, হাতের লেখা বাজে হওয়ার জন্য শাস্তি দিয়েছেন শিক্ষক। ডান হাতের তালু জ্বলন্ত মোমবাতির উপর ধরেন তিনি। তাতে তার হাত পুড়ে যায়।
এর পরই শিশুটিকে তার বাবা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার হাতের চিকিৎসা করানোর পর থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।