স্কুল কর্তৃপক্ষকে শো কজ় নোটিস পাঠালেন জেলার স্কুল পরিদর্শক। ছবি: এআই সহায়তায় প্রণীত।
ক্লাসে কথা শুনছে না। নিয়মানুবর্তিতার অভাব রয়েছে। পাঁচ বছরের এক পড়ুয়াকে ক্লাসের নিয়মানুবর্তিতা শেখাতে গাছের ডালের সঙ্গে বেঁধে দিলেন শিক্ষিকা! এমনই অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই নড়চড়ে বসল প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ছত্তীসগঢ়ের সূর্যপুরের এক স্কুলপড়ুয়াকে শাস্তি দিতে গিয়ে বিতর্কে জড়ালেন শিক্ষিকা। সম্প্রতি, এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাচ্চা মেয়ে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। জানা যায়, স্কুলশিক্ষিকা ওই বাচ্চাটিকে শাস্তি দিয়েছেন ওই ভাবে। ঘটনা প্রকাশ্যে আসতেই শিক্ষিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাঁর ‘অমানবিক আচরণের’ নিন্দাও করেন অনেকে। বিষয়টি নিয়ে শোরগোল পড়তেই স্থানীয় প্রশাসন ওই স্কুল কর্তৃপক্ষকে শো কজ় নোটিস পাঠায়।
সূর্যপুরের স্কুল পরিদর্শক (ডিইও) অজয় মিশ্র জানান, সোমবার ভিডিয়োটি প্রকাশ্যে আসে। বিষয়টি নজরে আসতে শিক্ষা দফতরের একটি প্রতিনিধি দল ওই স্কুলে যায়। প্রাথমিক বিপোর্টের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষকে শো কজ় নোটিস পাঠানো হয়েছে। তাঁরা কী কী পদক্ষেপ করেছেন, তা জানতে চাওয়া হয়েছে।
যদিও ওই স্কুলের ডিরেক্টর সুভাষ শিভহারে তাঁর শিক্ষিকার পাশেই দাঁড়িয়েছেন। তিনি দাবি করেন, ‘‘ঘটনাটি যখন ঘটেছে তখন আমি স্কুলে ছিলাম না। তবে ওই শিক্ষিকা বাচ্চাটিকে শুধু ভয় দেখাতে চেয়েছিলেন। বাচ্চাটি ক্লাসে খুবই গন্ডগোল করত। অন্য বাচ্চাদের মারধরও করত। বার বার বারণ করার পরেও শুনত না। তাই তাকে নিয়মানুবর্তিতা শেখানোর দরকার ছিল।’’