T Raja Singh

ঘৃণা ছড়ানোর অপরাধে ফেসবুকে ‘নিষিদ্ধ’ হয়েছিলেন, তেলঙ্গানার সেই বিজেপি বিধায়ক দল ছাড়লেন

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সোমবার তেলেঙ্গানার দলীয় সভাপতি হিসেবে এন রামচন্দ্র রাওকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সোমবার বিজেপি ছাড়ার ঘোষণা করেন রাজা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ২২:৪৭
Share:

অভিযুক্ত বিজেপি বিধায়ক টি রাজা সিংহ। —ফাইল চিত্র।

গত এক দশকে ঘৃণাভাষণ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এমনকি, হুমকি দেওয়ার অভিযোগ বার বার উঠেছে বার বার। ইসলাম অবমাননার অভিযোগে তাঁকে বছর তিনেক আগে ‘নিষিদ্ধ’ করেছিলেন ফেসবুক কর্তৃপক্ষ। তেলঙ্গানার সেই বিতর্কিত বিজেপি বিধায়ক টি রাজা সিংহ সোমবার দল ছাড়ার কথা ঘোষণা করেছেন।

Advertisement

বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সোমবার তেলেঙ্গানার দলীয় সভাপতি হিসেবে এন রামচন্দ্র রাওকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সোমবার বিজেপি ছাড়ার ঘোষণা করেন রাজা। তিনি বলেন, ‘‘বিজেপি নেতৃত্ব দলের নিচুতলার কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারই প্রতিবাদে আমার এই সিদ্ধান্ত।’’ তেলঙ্গানার কিছু বিজেপি নেতা ব্যক্তিগত স্বার্থে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিভ্রান্ত করছেন বলেও অভিযোগ করেন তিনি।

২০২২ সালে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে অনুকরণ করে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন রাজা। ঘৃণাভাষণ ও হিংসায় উস্কানির অভিযোগে সে সময় তাঁকে গ্রেফতার করেছিল তেলঙ্গানা পুলিশ। বিজেপিও তাঁকে দল থেকে সাসপেন্ড করে। কিন্তু ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে দলে ফিরিয়ে রাজাকে হায়দরাবাদের গোসামহাল আসন থেকে প্রার্থী করে বিজেপি। ওই ভোটে তেলঙ্গানায় কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজা তাঁর আসনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement