Bihar Assembly Election 2025

বিহারে আক্রান্ত দলিত পরিবার, জখম তিন জন হাসপাতালে! অভিযোগের তির আরজেডি কর্মীদের বিরুদ্ধে

গোপালগঞ্জের এসডিপিও (মহকুমা পুলিশ আধিকারিক) রাজেশ কুমার জানিয়েছেন, প্রথম দফার ভোটপর্বের পরে বৈকুণ্ঠপুরের মোট তিনটি গ্রামে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১১:১৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোট-পরবর্তী হামলার অভিযোগ এল বিহার থেকে। গোপালগঞ্জ জেলার বৈকুণ্ঠপুরে একটি দলিত পরিবারের তিন সদস্যকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় আরজেডি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

Advertisement

আক্রান্ত তিন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁরা গোপালগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের এক জন মুকেশ কুমার (২৮) জানিয়েছেন, বৈকুণ্ঠপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার ‘অপরাধে’ আরজেডি কর্মী-সমর্থকদের রোষের শিকার হয়েছেন তাঁরা। শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে মুকেশদের সঙ্গে দেখা করার পরে বিজেপি প্রার্থী মিথিলেশ সিংহ বলেন, ‘‘বিহারে আবার জঙ্গলরাজ কায়েম করতে চাইছে আরজেডি।’’

গত ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোট ছিল। বৈকুণ্ঠপুরের বুচেয়া গ্রামের বাসিন্দা মুকেশ, তাঁর বাবা ছাতুরাম এবং দাদা ছটুরাম এক সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন বাড়ির অদূরে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। সে সময়ই স্থানীয় আরজেডি কর্মী অখিলেশ যাদব এবং বিকাশ যাদব তাঁদের হুমকি দেন বলে মুকেশের অভিযোগ। এর পরে রাতে তাঁদের উপর চড়াও হয়ে প্রচণ্ড মারধর করা হয়। গোপালগঞ্জের এসডিপিও (মহকুমা পুলিশ আধিকারিক) রাজেশ কুমার জানিয়েছেন, বৈকুণ্ঠপুরের দেবকুলি এবং ভাংরা গ্রামেও শুক্রবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement