মহিলা এবং তাঁর তিন সন্তান। ছবি: সংগৃহীত।
কোমরের সঙ্গে শাড়ি দিয়ে বাঁধা তিন শিশুর দেহ। উত্তরপ্রদেশের বান্দায় খাল থেকে এক মহিলা এবং তাঁর সন্তানদের দেহ উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে যায়। মৃত মহিলার নাম রিনা। তাঁর তিন সন্তানের এক জনের বয়স ন’বছর, এক জনের পাঁচ এবং তৃতীয় জনের বয়স তিন। একসঙ্গে চার দেহ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে। আত্মহত্যা না কি খুন, তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খালের জলে তিন শিশু এবং এক মহিলার দেহ ভাসতে দেখা যায়। সকলেই একটি শাড়ির সঙ্গে বাঁধা ছিল। খালে দেহ ভাসতে দেখে পুলিশ খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় রিনার। তার পর তিনি সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করেও রিনাদের কোনও হদিস পাওয়া যায়নি।
বাড়ির লোকেরা খালের ধার ধরেও খোঁজাখুঁজি করেন। তখন তাঁরা দেখতে পান মহিলার পোশাক, চুড়ি, চটি পড়ে রয়েছে। তা থেকেই তাঁদের সন্দেহ হয়। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন রিনার পরিবার। শনিবার রিসাউরা গ্রামের বাসিন্দারা দেখেন খালের জলে চার জনের দেহ ভাসছে। সেই খবর চাউর হতেই রিনার পরিবার ওই গ্রামে পৌঁছে দেহ শনাক্ত করে।
বান্দার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ জানিয়েছেন, মহিলার পরিবারের কাছ থেকে খবর পাওয়ার পর খালে ডুবুরি নামিয়ে তল্লাশি করা হয়। প্রায় ছ’ঘণ্টা পর দেহ উদ্ধার হয়। গ্রামবাসীরা দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। রিনার স্বামীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।