সিমেন্টের দোকান থেকে উদ্ধার করা হল ন্যায্য মূল্যের দোকানের বস্তা বস্তা চাল!
করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানা এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা ও পুলিশের তৎপরতায় ওই দোকান থেকে প্রচুর চাল উদ্ধার করা হয়। বাজারিছড়া থানার পুলিশ জানায়, সিমেন্টের ওই দোকানের মালিক আব্দুল করিমের শ্বশুর হোসেন আহমেদ এক জন রেশন ডিলার। অভিযোগ, দীর্ঘ দিন ধরে ওই সিমেন্টের দোকানেও চাল মজুত রাখছিলেন হোসেন আহমেদ। ওই চাল কালোবাজারে বিক্রি করা হতো।