— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফের গুলির লড়াই জম্মু ও কাশ্মীরে। রবিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির। বিকেলে সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই জঙ্গির দেহ নিয়ন্ত্রণরেখার খুব কাছে পড়ে রয়েছে। দেহগুলি উদ্ধারের চেষ্টা চলছে। সঙ্গে ওই এলাকায় আরও কেউ লুকিয়ে রয়েছেন কি না, তা জানতে তল্লাশি চলছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার কুপওয়ারা জেলার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই সন্দেহভাজন। তা নজরে আসতেই তাদের পথ আটকান সেনা জওয়ানেরা। কিন্তু দুই জঙ্গি গুলি ছু়ড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় সেনাও। তাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। সূত্রের খবর, বিকেল পর্যন্ত মৃতদেহগুলি নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই পড়ে ছিল। সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঝুঁকির কারণে দীর্ঘ ক্ষণ পেরিয়ে গেলেও দেহগুলি উদ্ধার করা যায়নি। সেগুলি উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি, গোটা এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের সংগঠন সম্পর্কেও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই জম্মু-কাশ্মীরের কুলগাঁওয়ে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল দুই জঙ্গির। সঙ্গে নিরাপত্তাবাহিনীর দুই জওয়ানেরও মৃত্যু হয়েছিল। গত ২০ সেপ্টেম্বর ডোডা-উধমপুর সীমানায় জইশ-এ-মহম্মদ (জেইএম)-এর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন আরও এক জওয়ান। সেই ঘটনার পর সপ্তাহখানেক যেতে না যেতেই ফের জঙ্গিদের খোঁজ মিলল কাশ্মীরে।