হোমওয়ার্ক করে আনেনি বাচ্চা দু’টো। এটাই ছিল তাদের অন্যায়। পোশাক খুলিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দিল শিক্ষক। আর বাচ্চা দু’টোর এই অবস্থার ছবি তুলে হোয়াট্সঅ্যাপে শেয়ার করল পথচলতি মানুষ। মুম্বইয়ের মালবনিতে একটি টিউটোরিয়াল ক্লাসের ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসে যখন মুম্বইয়ের পুলিশ কমিশনার দত্ত ফারশালগিকারের কাছে হোয়াট্সঅ্যাপে এই ছবি পৌঁছয়। সঙ্গে সঙ্গে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মালবনি পুলিশকে। ওই শিক্ষকের বিরুদ্ধে একটি এফাইআর করা হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেফতার হননি।
আরও পড়ুন...