প্রতীকী ছবি।
স্কুলে চুল কেটে আসেনি কেন, দুই পড়ুয়াকে তার জন্য বকেছিলেন প্রধানশিক্ষক। রাগের বশে তাঁকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে। ঘটনাটি হরিয়ানার হিসারের।
পুলিশ সূত্রে খবর, হরিয়ানার একটি স্কুলে দুই পড়ুয়াকে বকেছিলেন প্রধানশিক্ষক। তাদের দু’জনকে চুল কাটিয়ে স্কুলে আসতে বলে আগেই সতর্ক করেছিলেন শিক্ষক। কিন্তু তার পরেও ওই দুই পড়ুয়ার কেউই চুল না কাটিয়ে স্কুলে হাজির হয়। তা ছাড়াও ওই দুই পড়ুয়ার বিরুদ্ধে স্কুলের শৃঙ্খলাভঙ্গের বার বার অভিযোগও উঠছিল। প্রতি বারই তাদের সতর্ক করে ছেড়ে দিয়েছিলেন শিক্ষকেরা। প্রধানশিক্ষকের কাছেও সেই বার্তা পৌঁছোয়। তিনিও দুই পড়ুয়াকে ডেকে সতর্ক করেন।
তার পরেও দুই পড়ুয়ার আচরণে কোনও পরিবর্তন লক্ষ করা যায়নি বলে স্কুল কর্তৃপক্ষের দাবি। প্রধানশিক্ষক বুধবার ওই দুই পড়ুয়াকে ডাকেন। তাদের বকেন। পাশাপাশি সতর্কও করেন। স্কুল শেষে প্রধানশিক্ষক বেরোচ্ছিলেন। তখন দুই পড়ুয়া তার পথ আটকায়। প্রধানশিক্ষক ভেবেছিলেন হয়তো নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছে তারা। আচমকাই শিক্ষককে ধাক্কা মেরে ফেলে তাঁকে ছুরি দিয়ে কোপাতে শুরু করে। শরীরের বিভিন্ন জায়গায় কোপানো হয়। তার পর পালিয়ে যায় দুই পড়ুয়া। পুলিশ জানিয়েছে, দুই পড়ুয়াকে এখনও গ্রেফতার করা হয়নি।