US India Tariffs

মোদীকে খুব সম্মান করেন ট্রাম্প, বেশ ঘন ঘন কথাও হয় দু’জনের! দাবি হোয়াইট হাউসের, ইতিবাচক মন্তব্য বাণিজ্য-আলোচনা নিয়েও

মার্কিন শুল্ককোপের জেরে ভারত এবং আমেরিকার কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়েছে। প্রভাব পড়েছে দেশীয় রফতানিতেও। এ অবস্থায় এশিয়া সফরের সময়ে গত সপ্তাহেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ০৮:১৬
Share:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে ফের মন্তব্য করল হোয়াইট হাউস। তুলে ধরল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্কের কথাও। হোয়াইট হাউসের বক্তব্য, মোদীকে খুব সম্মান করেন ট্রাম্প। দুই রাষ্ট্রনেতার মধ্যে ঘন ঘন কথাও হয়।

Advertisement

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারত এবং আমেরিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। ওই প্রশ্নের উত্তরে লেভিট জানান, ভারত এবং আমেরিকার সম্পর্ককে প্রেসিডেন্ট ট্রাম্প ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন। দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে ট্রাম্প যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেন বলেই দাবি হোয়াইট হাউসের মুখপাত্রের। এ প্রসঙ্গে ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোরেরও প্রশংসা করেন লেভিট। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, “প্রেসিডেন্ট (ট্রাম্প) তাঁর বাণিজ্য প্রতিনিধিদলকে নিয়ে ভারতের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমি জানি প্রধানমন্ত্রী মোদীকে খুব সম্মান করেন প্রেসিডেন্ট (ট্রাম্প)। তাঁদের মধ্যে বেশ ঘন ঘন কথাবার্তা চলতে থাকে।” দীপাবলির সময়ে মোদী-ট্রাম্পের ফোনালাপের কথাও উল্লেখ করেন তিনি।

বাণিজ্যে বোঝাপড়া ঘিরে জটিলতার জেরে গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকার মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্পের দাবি, ভারতের সঙ্গে তাদের দেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। তার জেরে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেন ট্রাম্প। পরে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে ‘জরিমানা’ বাবদ আরও ২৫ শতাংশ শুল্ক চাপান তিনি। বর্তমানে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় পণ্যের রফতানিতেও।

Advertisement

তবে সাম্প্রতিক সময়ে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক ফের মসৃণ হওয়ার আভাস মিলেছে। কয়েক সপ্তাহ আগে ভারত থেকে ঘুরে গিয়েছেন গোর। প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শুল্ক উত্তেজনার মাঝে কিছু দিন থমকে থাকার পরে ভারত এবং আমেরিকার মধ্যে ফের বাণিজ্য-আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে চান। দক্ষিণ কোরিয়া থেকে ট্রাম্পের ওই মন্তব্য থেকেই আভাস মিলেছিল দু’দেশের মধ্যে টানাপড়েন কাটিয়ে উঠতে আগ্রহী ট্রাম্প। এ অবস্থায় হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement