India US Tariff

ভারতের সঙ্গে দর কষাকষি চালু আছে! ‘বিরক্ত’ হলেও নয়াদিল্লির উপর ২৫% শুল্ক চাপানোর পরে দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যিক প্রতিনিধিদলের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়ে গিয়েছে। আগামী মাসে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদলের ভারতে আসার কথা রয়েছে। এরই মধ্যে ভারতের উপর শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১০:১৫
Share:

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়ার দরজা খোলা রাখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অনির্দিষ্ট একটি ‘জরিমানা’ (পেনাল্টি)-র কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁরা ভারতের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাচ্ছেন।

Advertisement

বুধবার ভারতের উপর শুল্ক ঘোষণার পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, তিনি শুল্ক নিয়ে এখনও ভারতের সঙ্গে দর কষাকষির পথ খোলা রাখছেন কি না। জবাবে ট্রাম্প আবার দাবি করেন, বিশ্বে সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। কানাডাও অনেক চড়া হারে শুল্ক নেয়। তিনি বলেন, “আমরা এখন ভারতের সঙ্গে দর কষাকষি চালাচ্ছি।” তবে ওই দর কষাকষির বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।

বস্তুত, বুধবারই হোয়াইট হাউসের পরামর্শদাতা কেভিন হ্যাসেট দাবি করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ‘বিরক্ত’ ট্রাম্প। যদিও এর আগে বেশ কয়েক বার ট্রাম্প নিজেই দাবি করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া অনেকটা এগিয়ে গিয়েছে। শীঘ্রই সমঝোতা হয়ে যেতে পারে, এমন আভাসও দিয়েছিলেন তিনি। তবে আলোচনা ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে তখনও বিস্তারিত ব্যাখ্যায় যাননি আমেরিকার প্রেসিডেন্ট।

Advertisement

এর আগে গত এপ্রিলে অন্য দেশগুলির পাশাপাশি ভারতের উপরেও পারস্পরিক শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। তখন ভারতের উপর ২৬ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছিলেন তিনি। তবে তা কার্যকর হয়নি। নয়া শুল্কনীতি স্থগিত রেখে বিভিন্ন দেশগুলিকে বাণিজ্য নিয়ে আলোচনার সময় দেন ট্রাম্প। এখনও পর্যন্ত ভারত-আমেরিকা বাণিজ্যিক প্রতিনিধিদলের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়ে গিয়েছে। কখনও ভারতীয় প্রতিনিধিদল আমেরিকায় গিয়েছেন, কখনও আমেরিকার প্রতিনিধিদল ভারতে এসেছেন। মাঝ অগস্টে ভারতে আসার কথাও রয়েছে আমেরিকার প্রতিনিধিদলের। এরই মধ্যে বুধবার ট্রাম্প সমাজমাধ্যমে পোস্ট করে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক এবং ব্যবসায় রুশ-ঘনিষ্ঠতার জন্য পৃথক জরিমানার কথা ঘোষণা করেন।

ওই পোস্টে ভারতকে একটি ‘বন্ধুরাষ্ট্র’ বলে ব্যাখ্যা করলেও মস্কোর সঙ্গে দিল্লির বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যও তুলনামূলক কম হয় বলে দাবি ট্রাম্পের। একই সঙ্গে তিনি আরও লেখেন, ভারত সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানিও সবচেয়ে বেশি ভারত কেনে বলে দাবি ট্রাম্পের। সেই কারণেই শুল্কের পাশাপাশি একটি জরিমানা চাপানো হচ্ছে বলে ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement