Encounter in UP

উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’! বরেলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হত ডাকাত, মাথার দাম ছিল এক লক্ষ টাকা

পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় পুলিশ দলটিকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন ইফতিকার। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলির লড়াই চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৫
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

উত্তরপ্রদেশের বরেলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক ডাকাতের। দীর্ঘ দিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন ইফতিকার ওরফে সোলজার ওরফে শয়তান। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে পুলিশ খবর পায়, বরেলীতে হাজির হয়ে ডাকাতির পরিকল্পনা করছেন ইফতিকার। তার পরই বরেলী পুলিশের একটি দল অভিযানে যায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় পুলিশ দলটিকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করেন ইফতিকার। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হন ইফতিকার এবং এক কনস্টেবল। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ইফতিকারের।

বরেলীর পুলিশ সুপার অনুরাগ আর্য জানিয়েছেন, ইফতিকারের বিরুদ্ধে খুন, ডাকাতি-সহ ১৯টি মামলা রয়েছে। বরেলী পুলিশ ইফতিকারের বিরুদ্ধে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না তাঁর। বৃহস্পতিবার সকালে পুলিশের কাছে খবর আসে, ভোজিপুরা এলাকায় এসেছেন ইফতিকার। তার পরই পুলিশের দল গিয়ে ইফতিকারকে ধরার চেষ্টা করে। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারি এড়াতে একাধিক নাম ব্যবহার করেছিলেন ইফতিকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement