National News

এফআইআরের বয়ান হুবহু এক! ‘ভুয়ো সংঘর্ষ’ বিতর্কে যোগীর পুলিশ

দুষ্কৃতী দমনের নামে পুলিশের ভূমিকা নিয়ে অনেক দিন ধরেই রাজ্যের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠছিল। সে দিকে নজর রেখেই জাতীয় মানবাধিকার কমিশন এমন ১৭টি মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ১২:৩৯
Share:

এনকাউন্টার নিয়ে কাঠগড়ায় উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা।

২১ এনকাউন্টার, ২০টি এফআইআর। ভিন্ন ঘটনা। অথচ আশ্চর্যজনক ভাবে সেই ২০টি এফআইআরের বয়ান হুবহু এক! এই ঘটনাই যোগী আদিত্যনাথের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে ‘মাফিয়া-রাজ’ সাফ করার নামে ‘ভুয়ো সংঘর্ষ’ হচ্ছে না তো? সেই অভিযোগকে অবশ্য সরাসরি নস্যাৎ করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

Advertisement

ক্ষমতায় এসে ‘মাফিয়া-রাজ’কে ধুয়ে মুছে সাফ করে দেবেন। এটাই ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের অন্যতম প্রতিশ্রুতি। ক্ষমতায় আসার পর হলও তাই। রাজ্যের কোণায় কোণায় দুষ্কৃতী দমনে নেমে পড়ে যোগীর পুলিশ। পরিসংখ্যান বলছে, ২০১৭-র মার্চ থেকে ২০১৮-র ৪ অগস্ট পর্যন্ত রাজ্যের ২৪টি জেলায় ২ হাজার ৩৫১টি শ্যুটআউটের ঘটনা ঘটেছে, এনকাউন্টারে মৃত্যুর সংখ্যা ৬৩। কিন্তু প্রশ্ন উঠেছে ৪১টি এনকাউন্টারের ঘটনা নিয়ে।এর মধ্যে ২০টি মামলার এফআইআর-এর বয়ান এক। যে শব্দ ব্যবহার করা হয়েছে, সেগুলোও যেন আগেরগুলো নকল করা হয়েছে! বাকি ২১টির ক্ষেত্রে হয় এফআইআরের কোন কাগজ সেই সব পরিবারের কাছে পাওয়া যায়নি, না হয় সেই সব পরিবারের কোনও খোঁজই মেলেনি। শুধু তাই নয়, পুলিশের কাছে সেই সব পরিবারের কোনও তথ্যও নাকি নেই।

দুষ্কৃতী দমনের নামে পুলিশের ভূমিকা নিয়ে অনেক দিন ধরেই রাজ্যের নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠছিল। সে দিকে নজর রেখেই জাতীয় মানবাধিকার কমিশন এমন ১৭টি মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

Advertisement

আরও পড়ুন: বিহারে মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করালো জনতা

ঘটনা ভিন্ন হওয়ার পরেও কী ভাবে এফআইআর-এর বয়ান এক হয়?

এ বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তনডিজি প্রকাশ সিংহ জানিয়েছেন, সমস্ত এনকাউন্টারের ক্ষেত্রে এফআইআরের বয়ান কোনও ভাবেই এক হতে পারে না। হওয়া উচিতও নয়। কারণ প্রত্যেকটি ঘটনা ভিন্ন। শুধু তাই নয়, যখন এফআইআর লেখা হচ্ছে, কী ভাবে তা লেখা হবে সে দিকটাও যত্নশীল হওয়া উচিত!

তা হলে এ ক্ষেত্রে এমনটা হল কেন?

এ প্রসঙ্গে রাজ্য পুলিশের ডিজি ওম প্রকাশ সিংহের দাবি, এফআইআর-এর নির্দিষ্ট কোনও বয়ান নেই। কোন পরিস্থিতিতে ঘটনাটা ঘটছে, তা বিচার করেই ঘটনাস্থলে দাঁড়িয়েই অনেক সময় এফআইআর দায়ের করা হয়।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় দু’ঘণ্টা টানা হেঁটে ট্রেন ধরলাম

(রাজনীতি, অর্থনীতি, ক্রাইম - দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন